এক গ্রামে এক প্রাইভেট টিচার ছিল। প্রাইভেট পড়িয়েই সংসার চলে তার। পড়ায় ভাল কিন্তু একটা বদনাম ছিল তার নামে। ছাত্র ছাত্রীদেরকে বেদম মারধর করতেন তিনি। অল্পতেই বেতের ব্যাবহারে নেমে যেতেন।
গ্রামের বাবা-মা সন্তানের ব্যাপারে চিন্তিত হয়ে আস্তে আস্তে উনার কাছে সন্তানকে পাঠানো বন্ধ করে দিতে শুরু করলেন। কয়েক মাসের মাঝেই সেই শিক্ষক ছাত্র শূন্য হয়ে পড়লেন। সংসারে টানাটানি, তাই বাধ্য হয়েই গ্রামের সবাইকে জানিয়ে দিলেন যে এখন থেকে তিনি আর কোনো ছাত্র ছাত্রীর গায়ে হাত তুলবেন না, বেতের ব্যাবহারও করবেন না। বাবা-মা রা আস্বস্ত হয়ে আবারো তার কাছে তাদের ছেলে মেয়েদেরকে পাঠানো শুরু করলেন। সমস্যা বাধলো অন্য জায়গায় - শিক্ষকের এতদিনের অভ্যাস।
ছাত্র-ছাত্রী না পেটাতে পারলে উনার পেটের ভাত হজম হয়না, আবার বাধ্য হয়ে এখন কাউকে মারতেও পারবে না। অনেক চিন্তা ভাবনা করে অবশেষে তিনি এক অভিনব উপায় বের করলেন যাতে করে শাপও মরবে আবার লাঠিও ভাংবেনা। পরের দিন থেকে তিনি যেই চেয়ারে বসে পড়াতেন তার ঠিক পাশে তিনি একটা ছাগল বেধে রেখে পড়াতে শুরু করলেন। তারপর যেকোনো ছাত্র-ছাত্রীর পড়া লেখায় উনিশ-নিশ হলেই তিনি রাগে সেই ছাগলের উপর বেতের ব্যাবহার করেন। ছাত্র-ছাত্রী ভূল করে আর ছাগল ব্যাথায় ম্যা ম্যা করে।
এতে করে তার ছাত্র-ছাত্রীর সংখাও ঠিক থাকলো আবার মারামারির অভ্যাসও ঠিক।
গল্পটা বলার পেছনে কারন হল, গতকাল মোবাইলে ফ্লেক্সি করার জন্য একটা দোকানে ঢুকলাম আর একটা প্রিন্ট করা নোটিশের দিকে চোখ চলে গেল -
নোটিশঃ
১. ৫০ টাকার নিচে ফ্লেক্সি করলে ১ টাকা বেশী দিতে হবে
২. ৫০ টাকার কার্ড ৫২ টাকা
৩. ৩০ টাকার কার্ড ৩২ টাকা
৪. ২০ টাকার কার্ড ২২ টাকা
কিছুদিন আগে "ফ্লেক্সি লোড" ব্যাবসায়ীরা আন্দোলনের নামে ৪ দিন সকল প্রকার ফ্লেক্সি করা থেকে বিরত ছিল। দাবী ছিল তাদের কমিশন বৃদ্ধি করার। কিন্তু আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এই নতুন পথ ধরেছে। অপারেটর রা দেবে না কি হইছে, সাধারন জনগন আছে না।
ব্যাবসায়ীদের দরকার লাভ, কার কাছ থেকে নিল কিভাবে নিল সেইটা ভাবার টাইম কই। আমরা সাধারন মানুষগুলো হইলাম সেই ছাগলের মত... ঘটনা যাই হোক - ঘটনা যেই ঘটাক ব্যাপার না, মাইর দেবার জন্য ছাগল আছে না?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।