আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ সালে আমি যাকে ভোট দেব ! মাত্র ১৫ টা প্রশ্নের জবাব পেলেই হবে

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । যেটা আমার কাছে ভুল মনে হয় , তার তাত্ক্ষণিক যুক্তিসম্মত প্রতিবাদ করতে আমার ব আপনি নৌকা, না ধানের শীষ, না লাঙ্গল, না লুঙ্গি, না হাতি ! তাতে কিছু যায় আসে না। আপনি যদি আপনার সুস্পষ্ট পরিকল্পনা জানাতে পারেন নিচের সমস্যাগুলা নিয়ে তাহলে ই শুধু আমি আপনাকে ভোট দেব। ১) সারা দেশে অসংখ্য মানুষ আছে যাদের চিকিতসা নেয়ার, ইনভেস্টিগেশন করার, ঔষধ কেনার সামর্থ্য নাই। সরকারী হাসপাতালে যে পরিমাণ সাহায্য দেওয়া হয়, তা একটা দেশের গরীব সরকারের জন্য একেবারে কম না হলেও তা বিশাল দরিদ্র জনতার জন্য অপ্রতুল। এ বিশাল জনগণের চিকিতসা ব্যবস্থা কে আরো উন্নত কিভাবে করবেন ? ২) আপনি নিজে অসুস্থ হলে কি বিদেশে না গিয়ে দেশের সরকারী হাসপাতালে চিকিতসা নিবেন ? ৩) যানজট সমস্যা সমাধানের ব্যাপারে আপনার পরিকল্পনা কি ? এবং সেটা কিভাবে বাস্তবায়ন করবেন ? ৪) জলাবদ্ধতা কিভাবে দূর করবেন ? ৫) বিদ্যুত সমস্যার পার্মানেন্ট সমাধান কিভাবে করবেন ? ৬) দেশে যে পরিমাণ বেকার আছে, তাদের বেকার সমস্যা সমাধানের ব্যাপারে আপনার পরিকল্পনা কি ? ৭) হরতালের নামে ভাংচুর, সংসদ কে কার্যকর করার ব্যাপারে আপনাদের ভূমিকা কি হবে ? ৮) বিভিন্ন নিয়োগে কোটার পরিমাণ কমিয়ে মেধাবীদের সুযোগ দিবেন কিনা ? ৯) যেকোন একজন সাধারণ নাগরিক যেকোন অন্যায়ের বিচার স্বল্পতম সময়ে যেন কার্যকর দেখতে পারে সে জন্য আপনার ভূমিকা কি হবে ? ১০) ছাত্র রাজনীতির ব্যাপারে আপনাদের মন্তব্য কি ? ১১) সড়ক দুর্ঘটনা, লঞ্চ ডুবি, বস্তিতে আগুন লেগে যাওয়া, রেল সময় মত না ছাড়া এসব ব্যাপারে আপনার ভূমিকা কি হবে? ১২) নাগরিক সুবিধা প্রধান প্রধান শহর কেন্দ্রিক না করে ক্ষমতা এবং নাগরিক সুবিধা বিকেন্দ্রী করণে আপনার ভূমিকা কি হবে ? ১৩) সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, অপহরণ বন্ধে, এবং বিদেশে বাংলাদেশি নাগরিক দের হেনস্থা রোধে আপনাদের ভূমিকা কি হবে? ১৪) সন্ত্রাস, চুরি, ছিনতাই বন্ধে আপনাদের পরিকল্পনা কি ? ১৫) দুর্নীতি বন্ধে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে আপনাদের ভূমিকা কি হবে ? আপাতত এই ১৫ টা প্রশ্নের জবাব যে দিতে পারবে, তাকে ভোট দেয়ার জন্য প্রয়োজনে আটলান্টিক পাড়ি দিয়ে ভোট দিয়ে আসব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.