আমাদের কথা খুঁজে নিন

   

dropbox, google drive, skydrive, ubuntu drive, Box আরও অনেক cloud ব্যবহার করুন এক সাথে তাও অনলাইনে (no software)

life is short live it up আমি এমন একটা সফটওয়্যার খুজছিলাম যা দিয়ে সব ক্লাউড স্টোরেজ কন্ট্রল করা যায় পেয়ে গেলাম তবে অনলাইনে। আরও ভাল হল কারন পিসি স্লো হল না। প্রথমে এই লিঙ্কে যান। একটা ফ্রি একাউন্ট খুলুন ভেরিফাই এর পর একটা একটা স্টোরেজ এড করুন + এ ক্লিক করে। কাজ শেষ এখন এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে ফাইল কপি করতে পারবেন কোন ঝামেলা ছাড়া।

আপলোড ও ডাউনলোড করতে পারবেন পিসিতে । পরীক্ষা থাকায় হয়ত আর উত্তর দিতে দেরি হবে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ যে কোন মন্তব্যরে জন্য। পোস্টটি শেয়ার করলে খুশি হব।

কিন্তু দয়া করে কপি পেস্ট করবেন না। নাইলে পরবর্তীতে আর উৎসাহ পাব না। আর পাঠক যদি দেখেন কোন জায়গায় এটার কপি পেস্ট দয়া করে ওখানে এই পোস্টের লিঙ্ক দিয়ে দিন। আর আমাকেও জানান। ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।