আমাদের কথা খুঁজে নিন

   

[চুল রঙ্গ]

। । চুল একখানা মহিমান্বিত বিষয় । অবস্থানগত ভাবে ইহার পরিচয় বিভিন্ন । ইহার বিস্তৃতি স্বতঃস্ফুর্ত এবং অনেক ক্ষেত্রেই অনির্ণেয় ।

এই লিখনিতে জন্মসূত্রে মাথায় অবস্থানরত চুলই মূল উপজীব্য । মাথায় চুলের অবস্থান অতি স্বাভাবিক এবং সকলের কাম্য । তবে ইহার ব্যাতিক্রমও ঘটে বটে । জেনে রাখা ভাল -"আজকের মাথা ভর্তি চুল আগামী দিনের ইয়া বড় টাক "(আমার coming soon) এ সম্পর্কে এক ফেবু সেলেব্রেটির একটি মহান উক্তি মনে পড়ল - "এককালে এদেশে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু এবং আমার মাথা ভর্তি চুল ছিল । " এখন আসা যাক হেয়ার স্টাইল এর ব্যাপারে ।

বর্তমান সময়ের বহুল পরিলক্ষিত স্ট্যাইল হলস্পাইক । জেল দ্বারা মাখামাখি চুলের এভারেস্ট শৃঙ্গ । অনেকেই ইহাকে সুনজরে দেখেননা । যেহেতু আমি একজন ধনাত্বক চিন্তাধারার মানুষ । কাজেই আমার কাছে এর একটা ধনাত্বক ব্যাখ্যা আছে ।

আমার মতে ইহা রসায়ন বিঞ্জান তথা জৈব রসায়ন প্রেমের বহিঃপ্রকাশ । আমি যখনই হাজারী-নাগ স্যারের দ্বিতীয়পত্র বইখানা খুলি আমার চোখে পরে জৈব রসায়নের জনক Friedrich Wöhler (1800-1882) এর স্পাইক করা ছবিটা । ভেবে অবাক হই ঊনিশ শতকেও লোকটা বহুত ফ্যাসন সচেতন ছিলেন । সম্ভবত তিনি স্পাইক হেয়ার স্ট্যাইলেরও জনক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।