আমাদের কথা খুঁজে নিন

   

কথা দিচ্ছি তেরো বার

আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাও নি। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে ছাঁদে দাঁড়িয়ে না দেখা চিকন একটা চাঁদ দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে চাঁদরাতে না পাওয়া টং দোকান দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে তাচ্ছিল্যের ‘ঘুমাস নাকি’ টেক্সটে ভাঙা ঘুম দুঃখ বাড়িয়ে দেয়।

কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে খুঁজে না পাওয়া পাঞ্জাবী আর টুপি দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে হন্তদন্ত হয়ে একাকী ঈদের নামায দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে না পাওয়া মাত্র দশ টাকা ঈদ সেলামী দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে ঈদের দিনে নেটওয়ার্ক জ্যামের অযুহাত দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে সারাদিন বন্ধ ঘরের জোর করা ঘুম দুঃখ বাড়িয়ে দেয়।

কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে না পাওয়া বর্নিল ঈদের সাঁঝ দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে রাতের খাবারে একাকী টেবিল দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে আয়নায় তাকিয়ে খোঁচা খোঁচা দাড়ি দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে মিছেমিছি খুশি থাকার ভান দুঃখ বাড়িয়ে দেয়। কথা দিচ্ছি– আমি একদম দুঃখ করব না, তবে চোখের কোনায় বেপরোয়া জল দুঃখ বাড়িয়ে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।