আমাদের কথা খুঁজে নিন

   

Nuclear fusion and it's application :

সূর্য জ্বলে যেভাবে(সহজ ভাষায় nuclear fusion) ঃ আমরা সূর্য থেকে যে বিশাল তাপ ও আলো পাই , তা আসে কোত্থেকে ? সূর্যের এ জন্য বিশাল পরিমাণ জালানির প্রয়োজন । এ বিপুল পরিমাণ শক্তির যোগান দেয় সূর্য Nuclear Fusion বিক্রিয়ার মাধ্যমে । এখন প্রশ্ন আ সতে পারে বিক্রিয়াটি কি ? Nuclear Fusion : Nuclear fusion is the process by which two or more atomic nuclei join together , or "fuse" , to form a single heavier nucleus . During this process matter is not conserved because some of the mass of the fusion nuclei is converted to energy which is released . সহজ বাংলায় বললে হবে , নিউক্লিয়ার ফিউশন ঃ যে প্রক্রিয়ায় দুইটি ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস উৎপন্ন করে এবং কিছু পরিমাণ ভর হারায় ও হারানো ভর টুকু শক্তি তে রূপান্তরিত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে । উদাহরণ ঃ প্রকৃতি তে হাইড্রোজেন এর তিনটি আইসোটোপ বিদ্যমান । যথা ঃ- ১. হাইড্রোজেন ( ভর =১ ) ২. ডিউটেরিয়াম ( ভর = ২ ) ৩. টিট্রিয়াম ( ভর = ৩ ) পারমাণবিক বিক্রিয়ায় সাধারণত আইসোটোপ গুলো অংশ নেয়( উল্লেখ্য যে ডিউটেরিয়াম ও টিট্রিয়াম ও হাইড্রোজেন ।

তবে ভারী । ) । তাই nuclear fusion বিক্রিয়ায় নিম্নোক্ত ঘটনা ঘটে । ডিউটেরিয়াম(ভর=২)+টিট্রিয়াম(ভর=৩)= হিলিয়াম(ভর=৪)+১৭.৫৯MeV+n ২+৩=৫ ভর হওয়ার কথা হলেও উৎপন্ন পদার্থের ভর ৪ । যেহেতু বিক্রিয়ার পর পদার্থের ধ্বংস বা সৃষ্টি নেই , তাই ১ ভর খোয়া যেতে পারবে না ।

তাহলে ঐ ভর টুকু গেল কোথাই ? ঐ ভর টুকু শক্তি তে রূপান্তরিত হয় । এভাবে হাইড্রোজেন এর দুইটা আইসোটোপ বিক্রিয়া করে একটা হিলিয়াম আর কিছু পরিমাণ শক্তি উৎপন্ন করে । এই শিক্তি দিয়ে বিভিন্ন কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং হাইড্রোজেন বোমা বানানো যায় । সূর্যে হাইড্রোজেন এর পরিমাণ বিপুল এবং তাতে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটছে । যার ফলে প্রাপ্ত শক্তি দিয়ে সূর্য জ্বলছে ।

যেদিন হাইড্রোজেন শেষ হয়ে যাবে , সূর্যের মাঝে বিক্রিয়া ও শেষ হয়ে যাবে । এবং শেষ হয়ে যাবে পৃথিবী নামক গ্রহ কে আলো দেয়া । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।