আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ - হেমলক সোসাইটি (২০১২) {hemlock society}

এখন এখানে http://www.movieloversblog.com/farhinsk হেমলক সোসাইটি...(hemlock society) http://www.imdb.com/title/tt2266600/ ইনোভেটিভ নামটা দিয়েই বোঝা হয়ে যায় মুভির ভেতরে কতটা মুনশিয়ানা আছে... হেমলক... বিষ... হেমলক সোসাইটির স্লোগান - "মরবে মরো, ছড়িয়ো না..." আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরে এসে আত্মহত্যার প্রচেষ্টা জনিত দুর্ঘটনা, সামাজিক অধঃপতন, অথবা জেলে পচে বাকী জীবনটা ম্যাসাকার অবস্থায় না কাটিয়ে, হেমলক সোসাইটির তিন দিন ব্যাপী আত্মহত্যা প্রশিক্ষন মুলক কর্মশালায় যোগ দিন। মরতে হলে মরুন... ঠিকমতো মরুন... ঘটনা ঘটাতে গিয়ে সব তালগোল পাকিয়ে বিতিকিচ্ছিরি অবস্থা করবেন না। কাহিনীর ভালোলাগার দিক গুলো তুলে ধরলে অনেক স্পয়লার হয়ে যাবে তাই ঘটনা প্রবাহ উল্লেখ করছিনা। একজন সাধারন দর্শক আমি, ক্যামেরার খুঁটিনাটি আমি বুঝি না। কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য ভিন্ন রকম লেগেছে সিন গুলো, ঠিক যেমনটা হলে মনের ভেতরে গেঁথে থাকে অনেক দিনের জন্য।

শ্মশান যাত্রা, সি-স, মর্গের সিন, দরজার উপরে "বসু" লেখার উপরে ফোকাস, এগুলো বিশেষ ভাবে বলবো। বিভিন্ন দৃশ্যের সেট গুলোর একটা মেজর ভুমিকা ছিল... এক রঙা সেটের অমন জোরালো আবেদনকে গল্পে ঠিকঠাক মত ফিট করবার জন্য ফিল্মসিটির প্রসঙ্গ তোলা হয়েছে। কি চমৎকার জাস্টিফিকেশন। আনন্দের প্রতীক হিসেবে এসেছে ক্লাউন... আত্মহত্যার চিঠি, কালো রঙের কনভারসেশন রুম... দারুণ... একমাত্র বিরক্তিকর অভিনয় ছিল শীর্ষঅভিনেত্রীর বাগদত্ত চরিত্রে অভিনেতার। বাকীরা কে কাকে ছাড়িয়ে যাবেন তার অনন্যসাধারন কম্পিটিশনে মেতে ছিলেন।

ছোট্ট চরিত্রে দুর্দান্ত সউমিত্র, সব্যসাচী আছেন বেশ ভালো, দুর্দান্ত লাগে নি যদিও... কোয়েল মল্লিকের অভিনয় আগে দেখিনি, খুব ভালো লাগলো...তার বাবা মায়ের চরিত্রের দুজনকে বেশ কবার পর্দায় দেখেছি আগেও, তারাও প্রত্যাশা পুরন করেছেন। আর পরমব্রতর তো জবাব নেই... আর একজনের নাম না বললেই নয়, নাম না জানা মেয়েটি, যে কনভারসেশন রুমে ছিল, স্তব্ধ হয়ে দেখলাম ওর অভিনয়... সিনেমার গান গুলো তো হিট, সবার মুখে মুখে। আর তার জন্য যথেষ্ট কারণ আছে। শুনে দেখুন, আপনিও গুনগুনিয়ে উঠবেন। আমি মরবো না ভাই... হেরে যাই... দুমড়ে যাই... আঘাতে চুর্ন হয়ে যাই... আমি মরবো না... সকালে ঘুম ভেঙে নরম রোদ আর দেখবো না যে...দুপুরের আলসেমিতে চোখ বুজবেনা আর... বিকেলে চায়ের কাপে আর পারবো না চুমুক দিতে... সন্ধ্যায় বন্ধুর আড্ডায় ফাঁকা থাকবে আমার আসন... রাত্রে প্রিয় মানুষটাকে কে ফিসফিসিয়ে গান শোনাবে???? আমি পালাবো না... দারুণ সিনেমা।

কোলকাত্তাইয়া বাংলা সিনেমা হিসেবে ৯/১০। সবাই কে রেকমেন্ড করব... ডাউনলোড করুন - http://www.uploadcore.com/xw6vnejb7cj ট্রিভিয়া - হেমলক সোসাইটি বলে একটা সুইসাইড সোসাইটি সত্যি আছে। ১৯৮০ সালে স্যান ফ্র্যান্সিস্কোতে প্রতিষ্ঠিত হয়েছিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.