বিপিএলের ম্যাচে ‘ম্যাচ ফিক্সিং’ এর দায়ে আশরাফুলকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। আশরাফুল দায় স্বীকার ও ম্যাচ ফিক্সিং নিয়ে উৎপল শুভ্রের ভূমিকা নিয়ে সন্দিহান অনেকেই। অভিযোগ উঠেছে, বাংলাদেশের বলিষ্ট এই ক্রীড়া সাংবাদিকও ম্যাচ ফিক্সিং এবং দূর্নীতির সাথে জড়িত। http://www.notun-din.com/?p=3086
আশরাফুলকে সাময়িক বহিষ্কার করেছে বিসিবি। দোষ স্বীকার করে তার বিবৃতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে প্রথম আলো।
কিন্তু এর বাইরে বাতাসে ভেসে বেড়াচ্ছে উৎপল শুভ্র কাহিনী। অনেকেই মনে করছেন, আইপিএলের বাজারের জন্য ক্রমেই হুমকি হয়ে ওঠা বিপিএলকে ধ্বংস করতে মরিয়া ভারতের ক্রিকেট বোর্ড। ভারতের এই কাজের সহযোগিতা করতেই এতদিন ধরে গোপন রাখা তথ্য ফাঁস করে দিয়েছে উৎপল শুভ্র। এবং এই কাজের জন্য উৎপল শুভ্র আইপিএল কর্তৃপক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলেই অভিযোগ।
উৎপল শুভ্রের প্রতি সন্দেহ আরো ঘনীভূত হয়, আইপিএলে ম্যাচ ফিক্সিং এর দায়ে তিন ক্রিকেটারের ধরা পড়ার পরের ভূমিকা দেখে।
প্রথম আলোর সংবাদ বিশ্লেষণে দেখা যায়, ভারতের তিন ক্রিকেটার, একজন কর্মকর্তা এবং অভিনেতা আটক হওয়ার পরেই প্রথম আলো বিপিএলে ম্যাচ ফিক্সিং এর কথা তোলে। বিপিএল শেষের এত দিন পরে এসে ভারতের আইপিএলের সাথে তাল মিলিয়ে বিপিএলের সংবাদ করাটা ছিল ভারতের ক্রিকেটের স্বার্থে উৎপল শুভ্রের উপহার। আর এই উপহার দেওয়ার বিনিময়ে ভারত তাকে দিয়েছে আরো বড় উপহার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।