আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের কথা বলতে দিলাম কল তুমি রেগে বললে কি বলবি বল! (ঈদের আগে ঈদ সংখ্যা)

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি মেয়ে তোমারে দিলাম প্রেমের কথা বলতে কল তুমি রেগে মেগে বললে কি বলবি বল! যেই না আমি বললাম ভালোবাসি বইয়ে দিয়ে আবেগের ঢল তুমি বললে এখন কি আমার আবেগে বের করতে হবে শালা চোখের জল আমার মুখের অবস্থা দেখে বন্ধু বললো ঈদ এসে পড়েছে কিনে আনি ইভা আপার নতুন এলব্যাম চল ! সেই তো তোর প্রথম ভালোবাসা ঠিক বলেছি কিনা বল ! ঈদ সংখ্যা ছোট হয়ে যাচ্ছে তাই নিন একটা রেসেপিঃ রেসেপি -প্রথমে গরুর মাংস টুকরো টুকরো করুন ।তারপর পানিতে মাংসগুলো ধুয়ে নিন এরপর পরিমান মতো পানি ,মসলা ,তেল লবন দিয়ে হাড়ি চুলার উপর বসিয়ে দিন একসময় না একসময় তা রান্না হয়ে বের হয়ে আসবেই ও হ্যা চুলায় কিন্তু আগুন জ্বালাতে ভুলবেন না। সবাইকে ঈদের শুভেচ্ছা ভালো থাকুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.