খুব ছোটবেলা থেকে বৃষ্টি আমার ভীষণ রকমের প্রিয়। আমাদের আগে নিজের জে বাড়ি টাতে থাকতাম সেটা ছিল টিনের চাল । আমরা ভাইবোনেরা খুব আনন্দের সাথে টিনের চালের বৃষ্টি পরার শব্দ উপভোগ করতাম । সেদিন বাসায় খিচুড়ি রান্না হতো । কখনো খুব মজা করে মুড়ি মাখিয়ে খেতাম আমরা ।
রাতের টিনের চালের বৃষ্টি পরার রিমঝিম শব্দে আমি ঘুমাতাম । কখনো ঝুম বৃষ্টির সকালে ঘুম ভাঙত । মাঝে মাঝে মাঝ রাত্রিতে বৃষ্টির শব্দে ঘুম ভাঙত ।
বৃষ্টি আমার খুব প্রিয় । আমি হাত বাড়িয়ে বৃষ্টি ধরতাম ।
বৃষ্টির পানি নিয়ে খেলা করতাম । কি যে ভীষণ ভালো লাগত ।
আকাশ কালো করে যখন বৃষ্টি নামার পূর্বাভাস দিতো , আমার মন আনন্দে নেচে উঠত । বৃষ্টির সময়টা আমার খুব প্রিয় ছিল । যত সময় ধরে বৃষ্টি পড়ত আমি তত সময় ধরে বৃষ্টির সামনে দাড়িয়ে থাকতাম ।
বৃষ্টি দেখতাম , বৃষ্টি ছুঁয়ে দিতাম ।
"পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন নেচে উঠে" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।