উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা Corruption এর বাংলা অর্থ কি। অনলাইন বাংলা অভিধান বলছেঃ- CORRUPTION ক্ষয় পচন নৈতিক অধঃপতন অবক্ষয় অপভ্রংশ বিচ্যুতি (সূত্রঃ দুর্নীতি ); এটা ভারতীয় বাংলা অভিধন থেকে কোথাও লেখা না "দূর্নীতি" অথচ বাংলদেশে Anti - corruption Commission এর বাংলা হচছে "দুর্নীতি দমন কমিশন" । হওয়া উচিত ছিল ওপরের কোন একটি শব্দ নিয়ে। বাংলাদেশি অনলাইন অভিধানে বাংলা হোলঃ- দূর্নীতি; দূষন; পচনসিস্টেক এর অনুবাদ, আমার পচন্দ নয় আরেকটিতে অবিশুদ্ধতা (সূত্রঃ BDWebguide আর বাংলাদেশি একটায় অনুরুপ লেখা। কিন্তু নীতি যদি খারাপ হয়, তা হলে "দুর্নীতি" । নীতি কে করেন, সাধারনতঃ সরকার। তা হলে কাকে অভিযুক্ত করা উচিত, যৌক্তিকভাবে সরকারকে। কিন্তু নীতি খারাপ হয়েছে এটি কে নির্ধারন করবেন। আপাততঃ কেউ নেই, সে হিসেবে সরকারের কেউ দুর্নীতি করতে পারেন না। সে হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি অপকর্ম করতে "দুর্নীতি দমন কমিশন" সহকারী ইন্সপেকটর সম্পৃক্ত হন, সেটা "দুর্নীতি" হবে না নিশ্চয়ই(?) এজন্যই কি তার এই সম্পৃক্ততা? ভিডিও দেখুনঃ- অথবা লিংক না পেলে সরাসরি লিংক এ যান Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।