আমাদের কথা খুঁজে নিন

   

মীরজাফরের বোধোদয়ঃ নিউইয়র্ক পুলিশের সোর্সের কাজ ছাড়লেন বাংলাদেশি সামিউর

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। নিউইয়র্ক পুলিশ বাহিনীর তথ্যদাতার (সোর্স) দায়িত্ব থেকে সামিউর রহমান (১৯) নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক সরে দাঁড়িয়েছেন। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে সামিউর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সামিউরের বক্তব্যের বরাত দিয়ে এপি জানায়, তাঁর দায়িত্ব ছিল সন্দেহভাজন মুসলমান জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা। তাঁদের কেউ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন কি না, তার ওপর নজর রাখা।

এরপর সন্দেহভাজন অপরাধীর ব্যাপারে তথ্য জোগাড় করে তা পুলিশের কাছে পৌঁছে দেওয়া। নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, যুক্তরাষ্ট্রে গোয়েন্দা ফাঁদে পা দিয়ে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের তদন্তের সঙ্গে সামিউরের কোনো সংশ্লিষ্টতা ছিল না। সামিউর এপিকে বলেছেন, তিনি নিউইয়র্ক পুলিশের কাছ থেকে মাসে এক হাজার মার্কিন ডলার করে পেতেন। তবে শেষ পর্যন্ত তাঁর মনে হয়, অর্থের জন্য তিনি মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এক ফেসবুক বার্তায় সামিউর বলেন, ‘বন্ধুদের সঙ্গে প্রতারণা করতে করতে আমি ক্লান্ত।

সত্যি বলতে, ভেবেছিলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি আমি। কিন্তু বাস্তবতা হলো, এটা তা নয়। যা করেছি, সবই অর্থের জন্য করেছি। ’ এপি জানায়, গত জানুয়ারিতে সামিউরকে নিয়োগ দেয় পুলিশ। এর পরের মাস থেকেই তাঁকে নিয়মিত অর্থ দেওয়া হতো।

সামিউর বলেন, দায়িত্বের অংশ হিসেবে তিনি নিউইয়র্কের বিভিন্ন মসজিদে যেতেন এবং মসজিদের ভেতরের ছবি তুলে তা পুলিশকে দিতেন। তথ্য পাওয়ার জন্য মসজিদের ইমামদের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতেন তিনি। তাঁর মনে হতো তিনি নিউইয়র্কের সুরক্ষার জন্য ভালো কাজ করছেন। কিন্তু পরে মনে হতে শুরু করে তিনি স্বজাতির বিরুদ্ধেই গুপ্তচরবৃত্তি করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ১৭ অক্টোবর নিউইয়র্কে ছদ্মবেশী এফবিআই গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন বাংলাদেশি যুবক রেজওয়ানুল।

আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে বিদেশি বংশোদ্ভূতদের ব্যবহার করে থাকে নিউইয়র্ক পুলিশ। View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।