আমাদের কথা খুঁজে নিন

   

এদের চিনে নিন - 8............মীরজাফরের আওয়ামী রূপ (সময়ের প্রেক্ষিতে রি পোস্ট)



সম্প্রতি আমরা দেখলাম- বাংলাদেশের গার্মেন্টস সহ সকল শিল্প কারখানায় আগুন। বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায় বহিরাগতদের হামলা। ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যকলাপের মূল উদ্দেশ্য কি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা নয় ? বাংলাদেশকে ধ্বংস করা নয় ? কে করেছে এই হামলা ? কেন এই হামলা ? এ কথা বুঝতে নিশ্চয়ই কারো কষ্ট হবার কথা নয়, যেখানে গার্মেন্টস শিল্পে 90 শতাংশ নারী, দেখা গেছে শ্রমিকেরা কারখানার মধ্যে কাজ করছে আর বহিরাগতরা কারখানায় আগুন দিচ্ছে। তর্কের খাতিরে যদি ধরেও নেই গার্মেন্টস কারখানায় কারখানায় মালিকদের সাথে শ্রমিকদের দ্বন্দ সেক্ষেত্রে আন্দোলন হবে গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে। অথচ আমরা দেখলাম সকল কারখানা যেমন জুতা, লেদার, সাবান, পানীয়, ব্লেড কারখানাসহ সকল ধরনের সম্পদ ধ্বংস করা হয়েছে।

সকল মালিকেরাই বলেছেন- এরা কোন কারখানার শ্রমিক নয়। এরা হেলমেট মাথায় দিয়ে বাসে, মাইক্রোবাসে এসে একের পর এক কারখানায় আগুন দিয়েছে। আক্রমনকারীরা এমনকি দমকল বাহিনীর গাড়ী পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার নির্দেশে সাভারের আওয়ামী লীগ নেত্রী হাসিনা দৌলা এর মালিকাধীন মাইক্রো ইলেক্ট্রনিক্স এর শ্রমিক-কর্মচারীদেরকে লেলিয়ে দেয়া হয়েছিল গার্মেন্টস ফ্যাক্টরীতে আগুন দেয়ার কাজে। প্রথম দিনের আগুন লাগানোর কাজে নিজে উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দিয়েছিল গত নির্বাচনে সাভার থেকে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদ জং মুরাদ।

কারখানায় সকল মালিক একযোগে বলেছেন- এদেশে বৈদেশিক আয়ের 70 শতাংশ যে সেক্টর থেকে আসে, সে সেক্টরকে পরিকল্পিত ভাবে ধ্বংস করার কাজ করেছে বাইরের শক্তি ভারত এদেশের কতিপয় এনজিও এবং তাদের দেশীয় এজেন্টরা। গোয়েন্দা সংস্থার উদ্ধৃত্তি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে- আমাদের দেশের শিল্প কারখানা ধ্বংসের পেছনে ভারতের হাত আছে এবং প্রশিকা নামক একটি এনজিও এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী এই নাশকতার সাথে সরাসরি জড়িত। গোয়েন্দা সংস্থা ভারতীয় দুতাবাস কর্মকর্তাদের আশুলিয়ার হা-মীম গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় বার বার আসা যাওয়াকে অত্যন্ত সন্দেহের চোখে দেখছে। আর এই হা-মীম গ্রুপের তেজগাঁওস্থ গার্মেন্টস ফ্যাক্টোরীর সহায়তায় তার পাশে অবস্থিত সামাহ রেজর ব্লেড ইন্ডাষ্টিকে ধ্বংস করা হয়েছে। উদ্দেশ্য বাংলাদেশীরা যেন ভারতের তৈরী সুপার ম্যাক্স ব্লেড কিনতে বাধ্য হয়।

সামাহ রেজর ব্লেড ফ্যাক্টরির তৈরী বলাকাসহ বিভিন্ন ব্রান্ডের ব্লেড যেন ভারতের ব্লেডের বাজার নষ্ট করতে না পারে। >>চলছে চলবে>>

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.