আমাদের কথা খুঁজে নিন

   

চোট্টার দল নিপাত যাক।

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্র- তার বেটিং এ জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এবার, এবার... বিসিবি প্রধান হতে শুরু করে সকল কর্মকর্তা, কর্মচারীদের -রে বলি- সাহস করেন।

বুকে ফুঁ দিয়ে, আল্লাহ্‌-ভগবান-যীশু- যার যারে ডাকার ইচ্ছে ডাকেন। আওয়ামী- বিএনপি ভুলেন। মালিকপক্ষরে ধরেন। ঢাকা গ্ল্যাডিয়েটরস এর বিরুদ্ধে মামলা ঝুলছে ফরথট পিআর নামে একটি প্রতিষ্ঠানের ৭২ লক্ষ টাকা পরিশোধ না করার দায়ে। তার উপর খেলোয়াড়রা গত বছরের টাকাও পায়নি বলে সংবাদ মাধ্যমে প্রকাশ।

আমার আপোষহীন ভাইয়েরা বলেন- আপনি করেন একখান চাকরী। চালান ১০ থেকে ১৫ জনের ঘর। এছাড়াও আরও অনেক পেট- মুখ- চোখ আপনার দিকে তাকিয়ে। আপনার মালিকপক্ষ চোর। আপনি যে পর্যায়ে আছেন, তাতে চাকরী ওইটা ছাড়ার বিলাসিতা অন্তত ঐ মুহূর্তে সম্ভব না।

তার উপর ছাড়তে চাইলে আবার আপনার না কেবল, আপনার পরিবারের উপর আসতে পারে মরণঘাতি আঘাত। এইবার বুকে হাত রেখে বলেন- কি করবেন? ব্যাটা চোট্টার দল, ভণ্ডের দল, বাইরে থিকা ইচ্ছামত কথা বলা যায়। গালি দেয়া যায়। নিজে জায়গায় খাড়াইলে তোদের কাপড় ভিজে যাবে তা আমার ভালোই জানা আছে। আড্ডায়- ফেবুতে- ব্লগে সারাদিন দুনিয়া উদ্ধার করা আপোষহীনদের দৌড় দেইখা ক্লান্ত হয়ে গেলাম।

মুখ দিয়া ভয়ে একটা কথা বাইরায়না কারুর। যে কোন প্রতিঘাত করতে অক্ষম, তারে নিয়া সবার দৌড়। হল্ট... চোট্টার দল নিপাত যাক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।