আমাদের কথা খুঁজে নিন

   

খবরটা পইড়্যা টাসকি খাইলাম। আমাগো দেশে হইলে কি হইতো???

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা জেলাখানা পরিদর্শনে অনুমতি দেয়নি। রাজধানী তেহরানের উত্তর দিকে অবস্থিত ওই জেলখানায় তার একজন খুব কাছের সহযোগীকে আটক করার পর তাকে সেখানে যেতে বলা হলেও পরে তা স্থগিত করা হয়। বিচার বিভাগ থেকে বলা হয়েছে এ মুহূর্তে জেলখানায় পরিদর্শনে যাওয়া তার জন্য সময়োপযোগী হবে না। তার চেয়ে দেশের অর্থনীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার কাছে বেশি গুরুত্ব পাওয়া উচিত।

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক ছিলেন তখন বিচার বিভাগের কর্মকর্তারা তার খুব ঘনিষ্ঠ একজন সহকারীকে আটক করে এবং জেলে পাঠায়। গত মাসে আটক হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরানের কয়েকজন নেতাকে অপমান করেছেন। সে ঘটনার পর এ মাসের শুরুতে আহমাদিনেজাদকে জেলখানা পরিদর্শনের জন্য যেতে বলা হয়। ইরানের রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত এই জেলখানাটির নাম এভিন জেলখানা। কুখ্যাত এভিন জেলখানা নামে সবাই চেনে।

কিন্তু এখন ওই বিচার বিভাগ থেকে বলা হচ্ছে, প্রেসিডেন্ট এখন ওই জেলখানা পরিদর্শনে যেতে পারবেন না যেখানে তার ঘনিষ্ঠ সহকারী আটক রয়েছেন। বিচার বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যাতে প্রেসিডেন্টের মনোযোগ দেয়া উচিত। তার মধ্যে দেশের অর্থনীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই মুখপাত্র আরো বলেছেন, এই মুহূর্তে প্রেসিডেন্টের জেলখানা পরিদর্শনের ব্যাপারটি, তার বিবেচনা বোধের ভুল ব্যাখ্যা দাঁড় করানো হবে। এই ঘটনা এমন এক সময় ঘটল যার আট মাস পর প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ক্ষমতার সময়সীমা শেষ হবে।

View this link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.