........................ আমার পরিচিত কিছু বড় ভাই আছেন, যারা বিভিন্ন দলের উথাল পাতাল সমর্থক। তো সাভারের ভবন ধ্বসে স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাতকার নিয়া তাদের ভাষ্য জানতে চাইলাম। তারা যে যা বললেন, তা মন্ত্রি জির ভাষণের চেয়ে ও বেশি লুল মনে হল আমার কাছে।
ছাত্র লিগের ঘোরতর সমর্থক ও জেলার দাপুতে নেতা আমার ঘনিষ্ঠ বড় ভাই। তারে বললাম, ভাই মন্ত্রি এইডা কি কইল? তারপর তারে সব বললাম।
তিনি বললেন, তুমি নিজে শুনছো? ধুর ভুল শুনছো। এটা সিউর অন্য কাউরে দিয়া রেকর্ড করাইছে। উল্লেখ্য তিনি তখন ও শোনেন নাই।
ছাত্র দলের জেলার কেন্দ্রীয় কমিটির বড় ভাই বলিলেন, নাটক, নাটক, সব নাটক।
শিবির এর সাথি বন্ধু বলল, মন্ত্রি জি ভাসন মুখস্থ করছে।
এটা ঐ পাড় থেকে শিখায়ে দেয়া।
হেফাজতের কেউ পরিচিত নাই, তাই তাদের মন্তব্য জানা সম্ভব হয় নি
সত্য ঘটনা বেশ, মিনি পোস্ট শেষ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।