মুঠোফোন ব্লগার "অঞ্জনা,
তুমি জানলে না --
একুশে অকটোবর তোমার জন্মদিনে
কত যন্ত্রণার ঝড় বয়ে যায় আমার মনে!
তবুও পালন করবই আমি তোমার জন্মদিন;
ভুলিনি, আর কোনোদিন ভুলব না...। "
আমার বয়সীদের শৈশব-কৈশোরের সঙ্গীতবিনোদনের এক বড় উত্স ছিলেন মনির খান। খানের প্রতিটি অ্যালবামেই একটি করে গান থাকত অঞ্জনাকে নিয়ে। গানশুনতাম আর ভাবতাম, কে এই অঞ্জনা? কোথায় থাকে এই অঞ্জনা?
অঞ্জনাকে নিয়ে বন্ধুদের মাঝে গুঞ্জনওশোনা যেত। কেউ বলত অঞ্জনা বলতে সত্যিইকেউ আছে, যার কাছে মনির খান 'ছ্যাঁক খাইছে'।
ভাবতাম 'বড় হয়ে' মনির খানকে কাছে পেলে জানতে চাইব অঞ্জনা সম্পর্কে।
'বড়' হয়েছি। মনির খানকে কাছে না পেয়েও এখন বুঝতে পারি অঞ্জনা বলে কেউ নেই, কেউ নেই নচিকেতার নীলাঞ্জনা বলে, অঞ্জনের রঞ্জনা বলে, সুনীলের বরুনা বলে, ফকিরের সকিনা বলে।
অঞ্জনার একটা জন্মদিন আছে। গতকাল ছিল তার জন্মদিন।
ভাবছি সাবালিকারও একটা জন্মদিন ঠিক করব, কোন্ তারিখটা ঠিক করা যায়, বুঝতে পারছি না।
অঞ্জনার জন্মদিনে বোধহয় পৃথিবীর কেউ তাকে শুভেচ্ছা জানায়নি।
Anjana, belated happy birthday to you...!
BY Akhtaruzzaman Azad ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।