দক্ষিণ ব্যাঙ্গালুরুর দিল্লি পাবলিক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী অঞ্জনার হাতে ১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রথম ইন্ডিয়ান আইডল জুনিয়ারের ট্রফি তুলে দেওয়া হয়।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দশ বছর বয়সী অঞ্জনার কণ্ঠ তার বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ক। পুরো ভারত থেকে বাছাই করে আনা খুদে শিল্পীদের সঙ্গে টক্কর দিয়ে অঞ্জনা দখল করেছে প্রথম ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ হওয়ার সম্মান।
বিজয়ী হিসেবে অঞ্জনা পদ্মনাভান পেয়েছে ২৫ লাখ রুপি, কোটাক মাহিন্দ্রার তরফ থেকে ৫ লাখ রুপির ফিক্সড ডিপোজিট, নিসান মাইক্রো গাড়ি এবং হরলিক্সের তরফ থেকে ২ লাখ রুপির গিফট ভাউচার।
১ সেপ্টেম্বর আয়োজিত সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেলিব্রিটি অতিথি হিসেবে ছিলেন প্রিয়াংকা চোপড়া, রামচরণ তেজা, শহিদ কাপুর এবং অমিতাভ বচ্চন।
শীর্ষ ৪ জন প্রতিযোগী দেবাঞ্জন মিত্র, অঞ্জনা পদ্মনাভান, আনমোল জেসওয়াল এবং নিরভেশ দাভের মধ্য থেকে শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাই করা হয়। তবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরা ১১ প্রতিযোগীর প্রত্যেকেই। তারা সবাই শেষবারের মতো এ বছরের ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-মঞ্চে গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির বিচারক শিল্পী শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং শেখর রাভজিয়ানিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।