কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। আজিকে তাহারে পড়িছে মনে ক্ষণে ক্ষণে চেয়েছিনু যারে আপন করিয়া মনে মনে। আপন আলো ছড়াইয়া দিয়াছ প্রাণে প্রাণে ঝোঁনাকি যেমন আধাঁর ঘুচাতে চায় বনে বনে আজিকে তাহারে পড়িছে মনে ক্ষণে ক্ষণে। দুঃখের মাঝে সুখ খুঁজিয়া নিতে করিতে না মাথা নত, তাই দেখিয়া ভুলে যেতাম মনের যত ক্ষত। তাইতো তোমার প্রশংসা করিতাম শত হবে না কেহ তোমার মত। তাইতো ছুটে যেতাম পথ পানে সাড়া দিয়ে তোমার আহ্বানে। ভ্রমর যেমন ছুটে যায় ফুলের ঘ্রাণে আজিকে তাহারে পড়িছে মনে ক্ষণে ক্ষণে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।