কবিতা মনের কথা বলে।
যা কিছু ক্ষুদ্র যা কিছু মহান
সব কিছু যেন তব অনুমান,
আমরা যা দেখি সব ভাসমান
তোমারি এ লীলাখেলা,
শুন্য তরী পূর্ন কর
আজিকে নব সন্ধি বেলা।
যারা অসহায় কৃপা কর প্রভূ
আজিকে মহা মিলনের দিন,
ভেদাভেদ ভুলে দু হাত তুলে
ঘুচাও তাদের দুঃখ ঋৃন।
ধনী গরীব নেই ভেদাভেদ
আজিকে খুশির ঈদ,
ধন্য ধন্য পুন্য জাহান
বাজিছে মহার্ঘ বীন।
তুমি মহাকাশ, তুমি মহামেরু
তুমিই মহা প্রলয় নিশান,
আজিকে ধরিত্রি জাগ্রত তিথি
তোমার মহিমা করিতে দান।
সকলের হাসি গগণে ভাসি
ধন্য জগ্ত স্বর্গোদ্যান,
সংযমের এই মহান ত্যাগে
অরুন রবিও যেন ম্লান।
আজ ঈদ আজ খুশি
আনন্দ না ধরে,
সকল দুঃখ ভাগ করে দাও
সবার ঘরে ঘরে,ত্যাগের এই প্রহরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।