আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ সিকদার বনাম রানা প্লাজার মালিক রানা এবং প‌্যারাডক্স

একসময়ের ভয়ংকর সন্ত্রাসী এরশাদ শিকদার মানুষের বুকের উপরে উঠে লাফাতো যতক্ষন না পাজরের হাড় ভাঙ্গার শব্দ পাওয়া যেত। মৃত্যু নিশ্চিত করে, লাশের সাথে সিমেন্টের বস্তা বেধে নদীতে ফেলে দেয়া হতো। গতকাল সাভারের রানা প্লাজায় টনকে টন ওজনের পিলার, বীমের চাপে শত মানুষের পাজরের হাড় ভেঙ্গে গেছে, হাজার বস্তা সিমেন্টের চাপে পিশে চ্যাপ্টা হয়ে গেছে মানুষ। এরশাদ শিকদার কত মানুষ খুন করেছে? ২০, ৩০, ৫০ কিংবা ১০০? কতদিনে খুন করেছে? এক মাস, ছয়মাস, এক বছর কিংবা ৫ বছরে? রানাপ্লাজায় শত শত মানুষ মারা গেছে মাত্র কয়েক ঘন্টায়। কিন্তু এরশাদ শিকদার তো একজন কুখ্যাত সন্ত্রাসী, সে মানুষ মেরে মজা পেতো, তার সাথো রানা প্লাজার ঘটনার তুলনা হবে কেনো? রানা সাহেব তো সন্ত্রাসী নন।

আর এটা তো নিছকই দূর্ঘটনা, এটার সাথে এরশাদ শিকদারের তুলনা কি চলে? তুলনাটা আপনারাই করবেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে নানারকম তথ্য দেয়া হচ্ছে। বিল্ডিঙয়ের স্তম্ভ ধরে বিরোধী দলের কর্মীরা টানাটানি করার কারনে এই দুর্ঘটনা হতে পারে। আবার, হাজার হাজার মানুষও ঐ বিল্ডিঙয়ে ছিলো না, যারা মালামাল বের করার জন্য গিয়োছিলো তারাই হতাহত হয়েছে। গতকাল টক শোতে শুনলাম এই বিল্ডিঙয়ের ফ্যাক্টরী গুলো নাকি 'কম্প্লায়েন্ট' ছিলো! কি ভয়ংকর কথা, এই যদি হয় 'কম্প্লায়েন্ট'-এর নমুনা তাহলে 'কম্প্লায়েন্ট' না কোন গুলা? আজকে এটা নিয়ে লিখতেছি, কদিন পরে আবার হেফাজত, নাস্তিক, রাজাকার, তত্ত্বাবধায়ক - এই সব নিয়ে ব্যস্ত হয়ে যাবো সবাই।

এদেরকে আবার আমরা মনে করব যেদিন আবার কোন বিল্ডিং ধসে পড়বে বা আগুন লাগবে। আর যদি সেদিনের মৃত্যু সংখ্যা আজকের সংখ্যাকে না ছাড়ায়, তহলে সেটা বড় কোন নিউজই হবে না। আর আমাদের সাংবাদিক ভাইরা উঠে পরে লাগবেন কিভাবে ভাঙা বিল্ডিঙয়ে মাইক্রোফন, ক্যামেরা নিয়ে সরাসরি সম্প্রচার করা যায়, কিভাবে আরেকটা টিভি চ্যানেলের চাইতে আরেকটু আগে, আরেকটু ভিতরে, আরেকটু রগরগে বিভৎস ছবি প্রকাশ করা যায়, কিংবা একজন মৃত্যু পথযাত্রী আহত আটকা পরা মানুষকে কি প্রশ্ন করলে দর্শক আনন্দিত হবে সেই সবের ট্রেনিং নিতে। দুনিয়ার বিশিষ্ট অর্থণীতিবিদরা অবাক আমাদের দেশের উন্নতি দেখে, এতটাই অবাক যে তারা এর নামও দিয়েছে, একটা বিশেষ বিশেষনও আছে আমাদের, 'প‌্যারাডক্স' ! যা ঘটছে প্রতিদিন আমাদের চারপাশে, কোনটা 'প‌্যারাডক্স' না? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।