আমাদের কথা খুঁজে নিন

   

বিরাট গরু-ছাগলের হাট। অনলি অন ইওর মোবাইল।

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " অনেকেই আধুনিকতার ছোঁয়ায় বাজারে গিয়ে কোরবানির গরু-ছাগল কেনার ঝামেলা এড়াতে চান। আর তাদের জন্যই এই আয়োজন। বিরাট গরু ছাগলের ভূবন অনলি অন ইউর মোবাইল।

জাস্ট ডায়েল ৭৬৭৪৮ ( POSHU )। * শর্ত প্রযোজ্য। জনৈক একজন ব্যক্তির শুরু হল মোবাইলে গরু কেনার যাত্রা। তার যাত্রায় শুভ কামনা জানিয়ে দেখেনেই তিনি কীভাবে গরু কিনলেন। পশুর ভুবন বনাম এক পশু ক্রেতার আলাপ : ডায়েল ৭৬৭৪৮ : পশুর ভুবনে আপনাকে স্বাগতম।

বাংলায় শুনতে ১ চাপুন, ইংরেজিতে শুনতে ২ চাপুন, জলিল'স ইংলিশে শুনতে ৩ চাপুন। অন্যান্য ভাষা শুনতে ৩ চাপুন। : আম নত পম গানা। মায়ের ভাষা বাংলা। দিলাম ১।

: বাংলা ভাষা নির্বাচন করা হয়েছে। গরুর জন্য ১ চাপুন, ছাগলের জন্য ২ চাপুন, ছাগির জন্য ৩ চাপুন, অন্যান্য পশুর জন্য ৪ চাপুন। : আমি গরু কিনতেই আসছিরে মা। গরুর জন্য ১ চাপলাম। : গরুর ভুবনে আপনাকে স্বাগতম।

গৃহপালিত গরুর জন্য ১ চাপুন, বন্য গরুর জন্য দুই চাপুন। : গৃহপালিত গরুই ভালো। আমার এটাই দরকার। দিলেন ১ চেপে। : গৃহপালিত গরুর ভুবনে আপনাকে স্বাগতম।

বাচ্চা গরুর জন্য ১ চাপুন, বৃদ্ধ করুর জন্য ২ চাপুন, গর্ভবতী গরুর জন্য ৩ চাপুন, তরুন-তরুণী গরুর জন্য ৪ চাপুন। : তরুণরাই শ্রেষ্ঠ। দিলাম ৪ চেপে। : তরুন-তরুণী গরুর ভুবনে আপনাকে স্বাগতম। মোটা গরুর জন্য ১, স্লিম গরুর জন্য ২ চাপুন।

: গরু একটু মোটা তাজা না হলে চলে ?? মান সম্মান আছে না ?? দিলাম ১ চেপে। : মোটা গরুর ভুবনে আপনাকে স্বাগতম। শিংওয়ালা গরুর জন্য এক চাপুন, শিং ছাড়া গরুর জন্য ২ চাপুন, অর্ধ শিংওয়ালা গরুর জন্য ৩ চাপুন। : শিং থাকলে গুতা দিবে। শিং ছাড়াই ভালো।

দিলাম ২। : শিং ছাড়া গরুর ভুবনে আপনাকে স্বাগতম। লাল গরুর জন্য ১ চাপুন, সাদা গরুর জন্য ২ চাপুন, কালো গরুর জন্য ৩ চাপুন, লালের মাঝে হালকা কালো শেড যুক্ত গরুর জন্য ৪ চাপুন, মিশ্র গরুর জন্য ৫ চাপুন। : ধুর। সাদা হলেই হল।

২ । : সাদা গরুর ভুবনে আপনাকে স্বাগতম। গরুর খাদ্য সহ কিনতে ১ চাপুন, খাদ্য ছাড়া কিনতে ২ চাপুন। : বাহ এরা গরুর খাবারের ব্যবস্থা করে ?? অনেক ভালো। ঝামেলা মুক্ত।

দিলাম ১ চেপে। : কসাই সহ গরু কিনতে ১, কসাই ছাড়া গরু কিনতে ২ চাপুন। : আরে সুপার ডুপার তো। কসাই ও আছে ?? দিলাম ১ চেপে। সব ঝামেলা এক সাথে শেষ।

লাইক লাইক। : আপনি সফল ভাবে সব পদক্ষেপ নির্বাচন করেছেন। এবার গরুর দালালের সাথে কথা বলতে ১, মালিকের সাথে কথা বলতে ২, গরুর সাথে কথা বলতে ৩ চাপুন। গরুর দালাল সব সময় ফ্রি থাকেন, মালিক এবং গরু একটু ব্যস্ত থাকেন। সেজন্য দালালের সাথে কথা বললে ভালো।

: বেকুব মাইয়া বলে কি ?? আমি ডাইরেক্ট মালিকের সাথে কথা বলবো। ২ দিলাম। : গরুর মালিকের ভুবনে আপনাকে স্বাগতম। গরুর মালিকের সব কটি সংযোগ এই মুহূর্তে ব্যস্ত থাকায় আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হতে পারে। অনুগ্রহ করে সঙ্গে থাকুন।

আর এর ফাঁকে শুনে নিন জব্বার ফিচারিং কুদ্দুসের গরু সঙ্গীত। " হোয়াটস মা নেই, হোয়াটস মা নেইম, মাই নেম ইজ গরু। গরু, গরু কি জাওয়ানি ....................." : হেলু। কে বলছেন ? আমি আলকাতরা। গরুর মালিক।

: জনাব আলকাতরা। আমি আপনার একজন ক্রেতা। নাম ডুগডুগি। : জনাব ডুগডুগি। আমি বিক্রি হই না।

আমি গরু বিক্রি করি। আপনি গরুর ক্রেতা হলে গরু দেখে কত টাকা দিবেন বলেন। গরুর একটা ফোটু আপনারে এমএমএস করছি। দেখে দাম বলেন। : সরি, সরি।

ভুল হয়ে গেছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ডার্লিং। ইউ হেভ এ এমএমএস। : বাহ গরু তো অনেক মোটা-তাজা।

তা ভাই দামটা...... । : দুঃখিত। আপনার একাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা না থাকায় আপনার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। অনুগ্রহ করে রিচার্জ করুণ। বলে কি ??? এক মাত্র ৩০০ টাকার লোড ৪০০ টাকার বিনিময়ে নিলাম।

কারণ ফ্লেক্সিলোড ধর্মঘট চলছে। হায় হায় আমার গরু ?? * শর্ত : প্রথম ৩ মিনিট ৩০ টাকা। পরবর্তী প্রতি মিনিট ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। ৬০ সেকেন্ড পালস। গরুর মালিকের ব্যক্তিগত মোবাইল নাম্বার চাওয়া যাবে না।

এমএমএস সেটিংস সঠিক না থাকলে ১২১ এ কল করন ( প্রতি মিনিট ৫০ পয়সা )। যেকোনো প্রয়োজনে কল করুণ হেল্পলাইন ১২১। এই বিষয়ে কোন দায় অপারেটর বহন করবে না। সকল মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত। *** গরুঅনুভূতি, কসাইঅনুভূতি, ক্রেতা অনুভূতি, মোবাইলঅনুভূতি, জলিল অনুভূতিতে আঘাত লাগলে তা সম্পূর্ণ কাকতালীয়।

এতে লেখক দায়ী নন। সামহোয়্যার ইন ব্লগ দায়ী থাকলেও থাকতে পারে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।