আমি আমার মত, মোক্তার সাহেব এর মেজাজ আজ প্রচণ্ড খারাপ ,বাড়ি ভরা আত্মিয় স্বজন, তাঁর একমাত্র ছেলের বিয়ে আর দুই দিন পর তবুও ছেলের দেখা নাই । সে নাকি কি এক মহান কাজ নিয়ে খুব ব্যস্ত ,সে নাকি আজ রাতের বাসে সে বাড়ি আসবে । আজ কালকের পোলাপান গুলোই হইছে এমন । কোন কাজকেই এরা সিরিয়াসলি নেয় না । আর যদি দেখা যায় সিরিয়াসলি কোন কাজ করছে ,তবে সে কাজটা যে একটা ওকাজ তা চোখ বন্ধ করে বলে দেয়া যায় ।
মাথার উপরের ফ্যান টা ঘটাং করে বন্ধ হয়ে যায় , বিদ্যুৎ গেল । মেজাজ টা তাঁর আরও খারাপ হয়ে গেল ।
আপা আপনার ফোন আইছে । ফোন ধরে বলবি আমি ঘুমাইতেছি। আপা দুলাভাই ফোন দিছে ।
ওই দুলাভাই কে? আমার বিয়ে হতে আরও ২ দিন বাকি তাঁর পর ওইসব দুলাভাই ফুলাভাই , বুঝতে পারছিস । যা ফোন টা নিয়ে আয় ।
হ্যালো রিমি আমি সজিব বলছিলাম , হুম বলেন কি বলবেন ? তিমি কি এখন ফ্রি আছো ? কেন প্রেম করবেন নাকি এখন ফোনে ফোনে ? না তা না আসলে তোমার সাথে ২ দিন পর আমার বিয়ে , আর আমি তোমাকে মাত্র একবার দেখেছি , আর কথাও তেমন বলি নাই তাই একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি । তো বলেন কি বলবেন ? আচ্ছা তুমি কি এই বিয়ে তে রাজি আছো ? এটা আপনার জরুরি কথা ? হুম্ । আপনার কি ধারনা আমি রাজি না থাকলে আমার আব্বু আমাকে আপনার সাথে বিয়ে দিতে পারতো ? না আমি জানি পারতো না ।
তবুও ইচ্ছে করছিল তাই জিজ্ঞেস করলাম । তুমি কি জানো আমি তোমাকে কেন বিয়ে করতে রাজি হয়েছি ? না । কারন আমি জানি তুমি অত্যন্ত রাগি এবং জেদি এবং ভালো একটা মেয়ে , আমার বোন আমাকে তা বলেছে । আসলে বলতে গেলে আমার ছোট বোন ই এই বিয়ে টা ঠিক করেছে । আচ্ছা ভাইয়া বুঝলাম ।
তুমি আমাকে ভাইয়া বলছ কেন ? কারন আপনার ছোট বোন আমার বান্ধবি আর পরসু আপনার সাথে আমার বিয়ে হলে আর ভাইয়া ডাকতে পারবো না তাই ডেকে নিলাম । ও আচ্ছা ।
আমি একটা বিষয় নিয়ে অনেক দুঃখিত যে আমার বাবা তোমার বাবার কাছে , যৌতুক দাবি করছে , আর আমি একটা শিক্ষিত মানুষ হিসেবে তা মেনে নিতে পারছি না তো এটা আমাকে না বলে আপনার বাবা কে বলেন । না , তুমি হয়তো জানো আমি আমার জীবনে কোনদিন বাবার মুখের উপর কথা বলি নি , আসলে বোলার সাহস পাইনি । তাই ব্যাপার টা তোমার কাছে বললাম ।
আচ্ছা আমি এবার যা বলছি তা খুব মনোযোগ দিয়ে শুনবে আর আমার কথার উত্তর দিবে হ্যা অথবা না তে । ওকে । ওকে , বলেন আপনার প্রশ্ন কি ?
তুমি আমাকে বিয়েতে রাজি ?
হ্যা ।
কেন ?
কারন আপনাকে আমি বিয়ে না করলে আমার পরিবার অনেক কষ্ট পাবে ।
তোমার কি মন খারাপ
হ্যা ।
কেন ?
কারন আমি একটা মেরুদণ্ড হীন লোককে বিয়ে করছি ।
তুমি কি আমাকে অনেক অপছন্দ করা শুরু করেছ ।
না ,করবো হয়তো বিয়ের পর থেকে ।
ব্যাগ গোছাও ।
কেন ? আমি তোমাকে নিয়ে আজ কে পালাব ।
মানে কি ? কিছু না , আমি নিজেও চাই না , যৌতুক নিয়ে বিয়ে করতে ।
কিন্তু আব্বার সামনে কিছু বলতে পারবো না তাই ।
কোথায় পালাবেন ? যেদিকে চোখ যায় ।
আমি আজ বিকেল ৫.৩০ এ বাস স্ট্যান্ড এ থাকবো ২ টা টিকিট নিয়ে । তুমি যদি আসো তো আমাদের বিয়ে হবে , না হলে না ।
এটা আমার সিদ্বান্ত , বাকি টা তোমার হাতে ।
রাত ৮ টা
মোক্তার সাহেব এর ফোন বাজছে , হ্যালো বাবা ।
হুম, বলো ।
তুমি কখন আসছো ?
আমি আসছি না ।
মানে ?
আমি তোমাদের কথায় বিয়ে করতে পারবো না বাবা , আমি আমার পছন্দের মেয়ে কে বিয়ে করবো কালকে , আমাদের জন্য দোয়া করো , আমরা একসাথে এখন কক্সবাজার যাচ্ছি ।
আর আমার পছন্দের মেয়ের নাম রিমি ।
পারলে তাহলে ? হুম তুমি হাত টা ধরে ছিলে যে তাই ।
আসলে যতটা মেরুদণ্ডহীন তোমাকে ভেবেছি , ততো টা তুমি না । আমি তোমাকে ...।
থামো থামো আজ না এটা কাল বোল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।