আমি ভাই নিজেরে কমই চিনি :) ২০০৬ সালের কথা রানা সাহেবের আর মনে নেই । কিভাবে পৌরসভার বিল্ডিং কোড ভেঙ্গে তার ৮তলা দালান উঠে গেল । কত নিষেধাজ্ঞার পরেও তার স্বপ্নের "রানা প্লাজা" উঠে দাঁড়াল । স্বপ্ন দেখেছিলেন সম্পদের পাহারের , কিন্তু আজ আপনি গড়লেন লাশের পাহাড় ! এপিকিউরাস মতবাদ কে আরেকবার সত্য প্রমান করলেন । ভোগবাদী প্রবনতা আজ অগণিত মানুষের মৃত্যুর কারণ হল ।
তবুও কি এই রানা সাহেবদের জ্ঞান হবে না ? কবে থামবেন আপনারা ? যেদিন প্রবেশ করবেন ৬ফিট কক্ষে ? সেদিন কিন্তু আপনি এক বস্ত্রেই বিদায় নেবেন । পরে থাকবে আপনার পাহাড় প্রমান অর্থ যশ । আর অভিশপ্ত হবেন অগণিত মানুষের ব্যাথা-বেদনা-কষ্টের ।
আসুন না জনাব আমরা ভোগবাদ থেকে দূরে থাকি । বউ এর মালয়েশিয়া শপিং, মেয়ের থাইল্যান্ড , ছেলের আইফোন, আপনার ২-৪টা বাড়ি,গ্যারেজ এ ৫-৬টা বিএমডব্লিউ গাড়ি না হলে মন খারাপ করবেন না ।
জানেন, আপনার প্রতিবেশীর বাড়িতে ৩ বেলা রান্না ও হয়না । তাদের জীবনটা অস্বাভাবিক ভাবে কঠিন । তারা তবুও রহস্যময় কারণে খুশিই থাকে । তাদের রাতে আসে শান্তির ঘুম ।
আমাদের দেশটার কিছু মানুষের এই ভোগবাদী প্রবনতার কারণে আমারা পিছিয়ে আছি ।
যেদিন এটি দূর হবে, সেদিনই একটি সুন্দর ভবিষ্যৎ দেখব আমরা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।