আমাদের কথা খুঁজে নিন

   

Subject অনুযায়ী verb এর রুপের ভিন্নতা - ৩

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... একটা কৌতুক দিয়া শুরু করি। এক মাতাল এক মাতাল রাতে তার মাতাল ছায়ার সাথে মাতাল এক রাস্তায় হাটতেছিল। তো সামনে দিয়া এক লোক আসতেছে। মাতাল লোকটারে থামায়া জিগাইল - "হ্যালো ব্রাদার, আর ইউ পোম চায়না?" তো লোকটা উত্তরে দিল, "নো। " বইলা লোকটা চইলা যাইতেছে।

মাতাল লোকটারে পিছন থেইকা আবার ডাক দিল। ডাক দিয়া জিগাইল, "হ্যালো ব্রো, আর ইউ পোম চায়না?" লোকটাতো এইবারে একটু রাইগা গেলো। বলল, "না। কেন? আমার চেহারা কি চায়নাগোর মতো?" মাতালটা উত্তরে কইল, "না। " লোকটা এই বারে খারায়ে খারায়ে মাতালরে দেখতেছিল।

মাতালটা কি জানি ভাইবা আবার জিগাইল - "হ্যালো ব্রাদার, আর ইউ পোম চায়না?" এইবার আর যায় কই? লোকটা তার সব ধৈর্য হারায়া কইল, "ইয়েস। আই এম পোম চায়না। হেভ ইউ প্রোবলেম?" এইবার মাতালটার উত্তর, "কিন্তু তোমারে দেখতে তো চায়নিজগোর মতো লাগতেছে না। " ওক্কে। আমরা দেখতেছিলাম subject এর number অনুযায়ী verb লিখার ব্যাপারটা।

১ নম্বর পার্টে আমরা দেখছিলাম দুইটা noun "and" দিয়া যুক্ত হইলেই verb টা plural number এ লিখতে হয়। কিন্তু কথাডা সবসময় সত্য না। দেখেন - Bread and butter is my favorite snacks. উপরের বাক্যটাতে আমি বলছি রুটির সাথে মাখন মাখানো নাস্তা আমার পছন্দের খাবার । খেয়াল করেন, আমি কিন্তু একবার রুটি মুখে দিয়া তারপর মাখন মুখে দেই না। রুটির সাথে মাখন মাখায়া খাই।

তাই এইখানে Bread and butter কিন্তু এক জিনিস। তার মানে singular number। তাই verb - is (singular verb) লিখতে হইছে। আবার দেখেন, Bread and butter are sold in this stationary shop. মুদি দোকানদার যদি আপনারে রুটির সাথে মাখন মাখায়া দেয় তাইলে কি আফনে কিনবেন সেইটা? কক্ষনো না। সেইকারনে মুদি দোকানে রুটি এক বস্তু আর মাখন আরেক বস্তু।

তাই verb - "are" বসছে এইখানে। বুঝাইতে পারছি ব্যাপারটা? কে্উ প্রশ্ন ট্রশ্ন করে না। তার মানে সবাই বুঝছে। এখন আরেকটা নিয়ম শিখেন: - কোন subject এর পরে যদি with, as well as, in addition to, including, excluding, together, no less than, accompanied by - এইগুলা দেখেন তাইলে এই গুলার পরের subject টা singular হোক আর plural হোক - তাতে কিছু যায় আসে না। তার মানে প্রথম subject এর number অনুযায়ী verb টারও number লিখতে হইব।

একটা উদাহরন দেখেন - Mr. Tareq with his wife and children is going to shopping mall. দেখেন, with এর আগে আছে Mr. Tareq। এবং এইটা singular number । তাই verb টা হইছে is। বুঝা গেছে? আসেন আরেকটা নিয়ম কপচাই। নিয়মটা relative pronoun নিয়া।

ঠিক আগের ব্লগটা এই relative pronoun নিয়া। কষ্ট কইরা একটু দেইখা নিয়েন। ঐখানে আমরা দেখছি, relative pronoun গুলার ঠিক আগে থাকে antecedent - অর্থাৎ যারে relative pronoun টা নির্দেশ করে। এই antecedent টার number এর উপর ভিত্তি কইরাই relative pronoun টার পরের verb টার number নির্ধারন করতে হয়। একটা উদাহরন দেখেন - He is one of them who win the race. খেয়াল করেন - এইখানে relative pronoun হইল who।

কারে নির্দেশ করছে? আমরা জানি antecedent - (মানে যার সম্পর্কে বলা হইতেছে) সবসময় relative pronoun এর ঠিক আগে বসে। এই সূত্র অনুযায়ী আমাদের উত্তর হইতেছে them । them কি number? plural number । এইজন্য দেখেন relative pronoun এর পরের verb টা win-ও plural number এ লিখা হইছে। win এর singular number হইতেছে wins।

এই হইল subject verb agreement বা subject অনুযায়ী verb এর রুপের ভিন্নতা। মুটামুটি ৮০% কাভার দিছি। বাকীটা আফনের উপর। আমরাও আফনের কাছ থেইকা কিছু শিখতে চাই। Subject অনুযায়ী verb এর রুপের ভিন্নতা - ১ Subject অনুযায়ী verb এর রুপের ভিন্নতা - ২ --------------------------------------------------------------------------------- এই ব্লগটি একটি সিকুয়্যেল ব্লগ।

আগেরগুলো পাবেন এখানে। আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।