‘কিন্ডারগার্ডেন’ স্কুল এর শিক্ষকটি ঠিক করলেন যে তিনি স্কুল এর বাচ্চাদের সাথে একটা মজার খেলা খেলবেন। তিনি প্রত্যেককে বললেন একটা প্লাস্টিক এর ব্যাগে করে কিছু আলু নিয়ে আসতে। ব্যাগের আলুগুলি নামাঙ্কিত হবে সেই ব্যাক্তিদের নামে যাদের ওরা খুব ঘৃণা করে। সুতরাং আলুর সংখ্যা নির্ধারিত হবে যতজন কে তারা ঘৃণা করে তাদের সংখ্যার ওপর।
পরেরদিন বাচ্চাগুলি বিভিন্ন সংখ্যক আলু ভর্তি প্যাকেট নিয়ে এল ।
এইবার শিক্ষক তাদের জানালেন ঐ প্যাকেটটিকে এক সপ্তাহ ধরে সবসময়ের জন্য সঙ্গে নিয়ে থাকতে (এমনকি বাথরুম এ যাবার সময়তেও) হবে। দিন চলে যায়, বাচ্চারা এবার অভিযোগ শুরু করল কারন আলুতে পচন ধরে তা থেকে কুৎসিত গন্ধ ছড়াচ্ছিল, এছাড়াও যারা বেশি আলু নিয়ে এসেছিল তাদের ব্যাগটিও বেশি ভারী ছিল। যাইহোক এক সপ্তাহ পরে বাচ্চারা স্বস্তির নিঃশ্বাস ফেলল কারন খেলাটি শেষ হয়ে গেল।
শিক্ষক তাদের জিজ্ঞাসা করলেন গত এক সপ্তাহে তাদের অভিজ্ঞতা কেমন ছিল । তারা তীব্র স্বরে হইচই করে তাদের হতাশা ,ক্ষোভ ও অভিযোগ জানাতে লাগল যে গত এক সপ্তাহে তাদের সবসময় ভারী ও দুর্গন্ধময় বস্তু সঙ্গে নিয়ে থাকতে হয়েছে তাই তারা সবসময়ই এক তীব্র অস্বস্তির মধ্যে ছিল।
শিক্ষক এবার স্নেহের সাথে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন “ ঠিক একইরকম অবস্থা হয় যখন তোমরা তোমাদের মনের মধ্যে কারো সম্পর্কে ঘৃণা নিয়ে থাকো। ঘৃণার স্পর্শ তোমাদের মন কে ভারী,দুষিত ও দুর্গন্ধপূর্ণ করে তোলে, তা তোমরা যেখানে যেভাবেই হোক থাকো না কেন । তোমরা কিছু দুষিত আলুর ভার ও দুর্গন্ধ মাত্র এক সপ্তাহ সঙ্গে নিয়ে থাকতে পারছ না। তাহলে চিন্তা কর তোমাদের মনকে যদি সারা জীবন ঘৃণার এই দুর্গন্ধ ও ভার বয়ে নিয়ে চলতে হয় সেটা কতখানি অসহনীয় হবে”।
ঘৃণা মন থেকে ছুড়ে ফেলে দেওয়া উচিত , যাতে আমরা যেন কোনও পাপ নিজেদের সঙ্গে বহন না করি।
সর্বোত্তম যে গুণগুলি গ্রহন করার মত তাঁর মধ্যে অন্যতম হচ্ছে কাওকে ক্ষমা করা ।
@ অনুবাদ টুকু ছাড়া রচনা নিজস্ব নয় । ধন্যবাদ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।