আমাদের কথা খুঁজে নিন

   

সরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরের এ পর্যন্ত পাওয়া শ্রেষ্ঠ উক্তি। ভবন নিয়ে নাড়াচাড়া! বিএনপির কত বল!

জনতার সংগ্রাম চলবেই আমাদের সরাষ্ট্রমন্ত্রী যুগল, আমাদের গর্ব।কিন্তু এই ভাবে ঘুম পাতাইলো কে?বিবিসি কে সরাষ্ট্রমন্ত্রী এই আবাল গুলারে লইয়া কই যাই খোদা তুমিই কও, বেকুব রে বেকুব এত কষ্টের মাঝেও হাসি ঠেলা দিয়া বাইর হইতে চায় মন্ত্রীদের কথা শুনলে। সরাষ্ট্রমন্ত্রীঃ "কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে।" খোদারে খোদা... মাথাটা দেয়ালে বাইরাইতে ইচ্ছা করতেসে। বিরোধী দল কতইনা বলবান, বিল্ডিংও নাড়াচাড়া করে ফেলে দিসে?!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।