আমাদের কথা খুঁজে নিন

   

আলোচিত ৩টি প্রশ্ন ও তার জবাব

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। আল-কুরআন : সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১ জনৈক নাস্তিক একজন জ্ঞানীকে লক্ষ্য করে বলল, আপনি যদি আমার ৩টি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি সাথে সাথে মুসলিম হয়ে যাবঃ- ১. সব কাজ যদি আল্লাহর মর্জি-মত হয়, তাবে পাপ করলে মানুষের তাতে কি দোষ ? ২. শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে জাহান্নামের আগুন তাকে কিভাবে স্পর্শ করা হবে ? ৩.আল্লাহকে তো দেখা যায় না.... তাহলে আল্লাহকে মানেন কেন ? নাস্তিকে র প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে জ্ঞানী হাতে একটি মাটির ঢিল নিয়ে, নাস্তিকের মাথায় মারলেন। এতে নাস্তিক রাগান্বিত হয়ে জর্জের কাছে বিচার দিল। জর্জ জ্ঞানীকে ডেকলেন। বললেন, একে ঢিল মারলে কেন ? জ্ঞানী বলল, ১. আমি তো আল্লাহর মর্জিতে ঢিল মেরেছি, তাতে আমার কি দোষ ? ২. এই লোক তো মাটির সৃষ্টি, তাহলে মাটির ঢিলে এই লোক কষ্ট পাবে কেন ? ৩. শরীরের কোন ব্যাথা তো দৃষ্টিগোচর হয় না, তাহলে এ লোক অনুভব করল কেন (সংকলিত) পূর্বের পোস্ট যাদের দেখা হয়নি :- আমি নষ্টা নই, আমি মা রহিমা আক্তার তুমি কি এখন বুঝতে পারছ , তোমার মা কত টা কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছেন !!! ছেলে মেয়ের সমান অধিকা্র চাই Facebook এর সত্যি কারের ঘটনা “সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন?” – এই প্রশ্নের সরল উত্তর ঢাকার সব ব্লাড ব্যাংকের লিস্ট ছড়ায় ছড়ায় ''Tense'' শিখি এক নজরে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর মহান জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.