কিছুদিন আগে হয়ে গেল দেশব্যপী মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের আন্দোলন।
এ আন্দোলনে তারা মোবাইল অপারেটরদের কাছ থেকে কমিশন সুবিধা কতখানি আদায় করেছে জানিনা তবে তাদের স্বার্থ এতটুকুও বোধহয় নষ্ট হয়নি। কারণ, আমরা ব্যবহারকারীরা আছিনা ?
মোবাইলে কথা বললে অযথা বিল কেটে নেয় অপারেটররা আর রিচার্জ করতে গেলে রিচার্জ ব্যবসায়ী।
আজকে বাংলালিংক মোবাইলে রিচার্জ করার ঘটনাটা বলি-
আমি নরসিংদী বাজারের এক দোকানে গেলাম ভাই ৩০/= টাকা রিচার্জ করবো দোকানদার জানালো ৩২/= টাকা দিতে হবে।
- কেন, জানতে চাইলে বলল, এটা নিয়ম হয়েছে।
ভাবলাম আগে তো ২০ টাকা পর্যন্ত রিচার্জ করলে ২ টাকা না হয় বেশী দিতে হতো। এখন মনে হয় সেটা ৩০ টাকা করেছে।
জিজ্ঞেস করলাম কত টাকা করলে বেশী ২ টাকা দিতে হবে না। দোকানদার আমাকে তাদের রিচার্জ সমিতির লেমিনেটিং করা একটা পেপার দেখাল সেখানে ১০/= টাকা থেকে ১১০/= টাকার নিচে রিচার্জ করলে বেশী দিতে হবে। না নিলে এবং সমিতি জানলে ১০০/= টাকা জরিমানা।
ক্ষেত্র বিশেষে তারা ৫/= টাকাও বেশী নিচ্ছে।
বলেন আমি কেন টাকা বেশী দিব। ১১০/= টাকার জিনিস কেন ১১২/= টাকা দিয়ে নিব। এতো ঠেকায় পরলাম আমরা। সবকিছু খালি কেন আমাদের উপর দিয়ে যাবে? ভোক্তা অধিকার আইন কি আমাদের দেশে নাই ????
প্রতিদিন ৩০/= টাকা করে রিচার্জ হলে ৩০০০/= টাকা একজন ব্যবসায়ী বিক্রয় করলে (৩০০০স্ট৩০) = ১০০ঢ২ = ২০০/= টাকা শুধু আমাদের কাছ থেকেই বেশী নেয়া হচ্ছে।
আর কমিশন সেটা কোথায় যাবে ! কোন ব্যবসায়ী ৩০০০/= টাকার নিচে বিক্রয় করে বলে আমার মনে হয় না। রিচার্জ ব্যবসা দেখা যায় মূলতঃ একটা সহকারী ব্যবসা বা অন্য ব্যবসার পাশাপাশি ব্যবসা।
ওদের নাকি ১০০০/= টাকা রিচার্জে ২৫/= কমিশন। সেটা বাড়াতে হবে। আচ্ছা তোরা যখন চুক্তি করলি বুঝে করিস নাই ? আমাদের গাঁটের টাকার দিকে সব সময় তোদের নজর কেন ?
এর শক্ত প্রতিবাদ কিভাবে করা যায় বলেন তো ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।