আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াই সো সিরিয়াস সান ?

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। ইংলিশ মুভি দেখেন অথচ Heath Andrew Ledger এর অভিনয় দেখে মুগ্ধ হননি এমন নিরস লোক খুঁজে পাওয়া দুস্কর। Heath Andrew Ledger সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে- "Heath Andrew Ledger এমন একজন অভিনেতা, যিনি সব রকমের চরিত্রে অভিনয়ের জন্যই উপযুক্ত ছিলেন। " কি হিরো, কি ভিলেন। কি রোমাঞ্চ, কি কমেডি, কি সিরিয়াস টাইপ চরিত্র।

প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন একজন সফল অভিনেতা। মুভির মেইন ফোকাসটাই তিনি তার দিকে করে নিতেন। দর্শকদের বাধ্য করতেন তার অভিনয়ের দিকে হা করে তাকিয়ে থাকতে। Heath Andrew Ledger এর জন্ম 4 April 1979 এ অষ্ট্রেলিয়ার পার্থে। 1992–2008 সাল পর্যন্ত তিনি হলিউডে দাপটের সাথে অভিনয় করে গেছেন।

তার উল্লেখযোগ্য মুভিগুলো হচ্ছে- Clowning Around Blackrock Paws Two Hands 10 Things I Hate About You The Patriot Monster's Ball A Knight's Tale The Four Feathers The Order Ned Kelly Casanova The Brothers Grimm Lords of Dogtown Brokeback Mountain Candy I'm Not There The Dark Knight The Imaginarium of Doctor Parnassus Heath Andrew Ledger কে ভাললাগা শুরু হয় তার The Patriot মুভিটা দেখার পর থেকে। ২০০০ সালে মুভিটি মুক্তি পায়। যদিও তার আগে তিনি আরও ৩/৪টা দারুন মুভি করে ফেলেছিলেন। কিন্তু আমার দেখা তার প্রথম মুভি The Patriot। এটা দেখার পর আর কোন মুভি বাদ দেই নাই।

তার প্রতিটি মুভিই কমছে কম ১০ বার করে দেখা হয়েছে। এর মধ্যে The Dark Knight এ তার করা জোকারের অভিনয় আমার মনে চরমভাবে দাগ কেটেছে। আপনার যখন মন খারাপ হবে তখন আপনি The Dark Knight খুলে তার অভিনয় দেখতে পারেন। আমি ১০০% নিশ্চিত আপনার আর মন খারাপ থাকবে না। অভিনয়ের জন্য তার পাওয়া পুরষ্কারের বর্ণনা দিয়ে শেষ করা যাবেনা।

সে নিজেই হয়তো গুনে সাড়তে পারতেন না যে তিনি কত পুরষ্কার পেয়েছেন। The Patriot, Brokeback Mountain, Candy, I'm Not There,The Dark Knight এর বদৌলতে তিনি অগণিত পুরষ্কার হস্তগত করেছিলেন। কিন্তু তার করা The Dark Knight ই তাকে কোটি কোটি ফ্যান প্রাপ্তিতে সাহায্য করেছে। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের (নামঃ Matilda Ledger) জনক ছিলেন এবং তার স্তীর নাম Michelle Williams। 22 January 2008 এই গুণী অভিনেতা মাত্র ২৮ বছর বয়সে মারা যান।

মৃত্যুর কারণঃ Accidental overdose। যারা এখনো Heath Andrew Ledger এর সবগুলি মুভি দেখেন নাই, তারা দ্রুত বাকিগুলা দেখা শুরু করুন। তা না হলে কিন্তু চরম মিস করবেন। পোস্ট উৎসর্গঃ বাংলার নায়ক অনন্ত জলিলকে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।