আমাদের কথা খুঁজে নিন

   

আমি চিতকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিতকার

একলা মানুষ মাতৃ গর্ভে একলা মানুষ চিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায় আর, মধ্যে খানে বাকিটা সময় একলা না থাকার অভিনয় কতটুকু অস্রু গড়ালে হ্রদয় জলে সিক্ত কত প্রদীপ শিখা জালালেই জীবন আলয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিতকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিতকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়ে ছি ধিক্কার আজ কানে ভাষে সেই কথা গুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে ইশারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝ হায় বিচ্ছেদে কি যন্ত্রনা আবুত শিশুর আবুত প্রশ্ন কি দিয়ে দেব যে সান্তনা বিধাতা তোমায় ডাকি বারে বারে কর তুমি মোরে মার্জনা দুখ সহিতে দাওগো শক্তি তোমারি শকাসে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ বিষাদ অনলে পুরি বারে বারে ভুলণ্ঠিত হবে সপ্ন সাধ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।