আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ: Incendies (2010)

মুভি: Incendies (2010) Genre: Drama,Mystery, War. Director: Denis Villeneuve Cast: Lubna Azabal, Mélissa Désormeaux-Poulin. IMDB rating:8.1 Rottentomato: 92% My rating: 9.5/10 কানাডিয়ান এই মুভিটি ২০১০ সালে Academy Award for Best Foreign Language Film ক্যাটেগরীত মনোনয়ন পায়। Denis Villeneuve মূলত Wajdi Mouawad এর play "Scorched" থেকে গল্পটি এডপ্ট করেছেন। ছবির গল্প শুরু হয় কানাডা অধিবাসী সদ্য প্রয়াত লেবানিজ নারী Nawal Marwan(Lubna Azabal) এর শেষ উইল থেকে। তিনি তার জমজ সন্তান Jeanne Marwan ও Simon Marwan কে উইলের মাধ্যম জানান য়ে তাদের লেবানিজ বাবা জীবিত আছেন, সেই সাথে তাদরে আরো এক ভাই ও আছে, এবং তিনি তাদরে বাবা ও ভাইকে খুজে দুটো চিঠি দেওয়ার অনুরোধ করনে যা তিনি তার উকিলের মাধ্যমে লিখে রেখেছেন। তখন তার মেয়ে Jeanne Marwan মায়ের জীবনইতিহাস এবং বাবা ও ভাই কে খুজে পাওয়ার জন্য লেবাননে যায়।

লেবাননে গিয়ে সে ধীরে ধীরে জানত পারে তার মায়ের জীবনে ঘটে যাওয়া করুন ইতিহাস। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় Nawal Marwan এর জীবনকাহীনি । কুমারী Nawal Marwan আর রিফিউজি Wahab এর প্রেমের ফলে জন্ম নেয়া সন্তান Nihad কে Orphange এ দিয়ে দেয় Nawal এর দাদী এবং Wahab কে মেরে ফেলে তার ভাইরা। তার কয়েক বছর পর শুরু হয় লেবানন যুদ্ধ। Nawal তার সন্তানকে খুজতে যুদ্ধের মধ্যে পথে নামে কিন্তু Nihad কে খুজে না পেয়ে যুদ্ধে যোগ দেয়।

এক Christan Leader কে হত্যা করার ফলে তার ১৫ বছর জেল হয়। জেলের ভিতরে এক torturer এর দ্বারা raped হয়ে সে জন্ম দেয় দুই জমজের। বিভিন্ন জায়গায় খুজতে খুজতে Jeanne জানতে পারে তাদের জন্মইতিহাস। ঘটনার আবর্তনে খুজে পায় বাবা-ভাই এর পরিচয়। এই পরিচয়ই সৃষ্টি করে নতুন রহস্য।

বাকিটুকু জানতে হলে দেখতে হবে মুভিটি...!! মুভির শুরুটা একটু স্লো হলেও ধীরে ধীরে গল্পের রহস্যের ভেতর ঢুকে যাবেন আপনি। আর আমার বিশ্বাস মুভিটা শেষ করার পর আপনি আরেকবার গল্পটা ভেবে বলবেন --কি দেখলাম!!!! মুভির ভাষা French. Subtitle সহ দেখতে হবে। কষ্ট করে দেখুন আমি এটা সিউর আপনার কষ্ট বৃথা যাব না। মুভির মিডিয়াফায়ার লিঙ্ক: Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.