তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক ! সামহোয়্যারে লিখছেন ভাল কথা, এই ব্লগটা সম্পর্কে আপনি কতটা জানেন?
বাব্বাহ, বেশ সবজান্তা একটা ভাব নিলেনতো ! কিন্তু সত্যি কথাটা হচ্ছে আপনি এই ব্লগটা সম্পর্কে অনেক কিছুই জানেন না। আচ্ছা, বলুনতো - এই ব্লগতার বয়স আজকে কত?
পারলেন না তো? ৭ বছর ১৫৮ দিন।
প্রাথমিক রং হিসেবে কোন রংটার ব্যভার সবচে বেশী হয়েছে বলুনতো? কাল। ২য় স্থানে আছে লাল রং। মালিকের নাম হিসেবে আরিল্ড ও জানা-র নাম বলা হলেও কাগজে-কলমে এই সাইটের ডোমেইন-স্বত্ব আরিল্ডের (বুঝতে পারছিনা জামাই-বউয়ের ঝগড়া বাধিয়ে দিলাম কীনা !)।
ব্লগটা নরওয়ের সার্ভার ব্যাভার করছে। অ্যালে্ক্সার র্যাংকিং অনুযায়ী অবস্থান ৪,০৭১ তম। প্রতিদিন আমার আপনার মত প্রায় ৬৩০০০ ছাগু-আবাল-নাস্তিক- লেখক-সাধারণ পাঠক সাইট ভিজিট করে। এডের মধ্যে ৮৪% বাংলাদেশী পাবলিক, বাকীরা ক্রমানুসারে চীন, জাপান , আামেরিকা থেকে ভিজিট করে। প্রতিদিন ১০০০ এর মত ওপারের দাদারাও এই সািট ভিজিট করেন।
ভিজিটররা প্রায় চার লাখ সাতানব্বই হাজার পেজ ভিজিট করেন। ফলে ৫,৭৪৮,৬৭৮ ডলার মূল্যমান বা প্রায় পঞ্চাশ কোটি টাকা মূল্যমান দাঁড়িয়েছে এই সাইটের। দৈনিক রেভিনিউ প্রায় দেড়লাখ টাকার মত। বাংলাদেশে ভুলব্যাবহৃত সাইটের মধ্যে এর অবস্থান ১৪তম, বাংলাদেশী সাইটের মধ্যে ৬ষ্ট এবং বাংলাভাষার সাইটের মধ্যে ৫ম ।
বাংলা ব্লগসাইটের মধ্যে এটি নিশ্চিতভাবেই জনপ্রিয়তম ওয়েবসাইট।
সো, গুরু- আপনি ঠিক জায়গাতেই আছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।