যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! প্রাইভেট ভার্সিটির তৃতীয় বর্ষে পড়া আবুলের মনে কষ্টের পাহার । হাবুল আর কাবুল , এই দুই জন আবুলের বেস্টি । মানে বেস্ট ফ্রেন্ড আর কি । এই দুইজনের আবার গার্ল ফ্রেন্ড আছে । কিন্তু আবুল সিঙ্গেল ।
এই নিয়ে আবুলকে প্রায় ই টিটকারী শুনতে হয় । প্রতিদিন আবুল একা একা ভার্সিটিতে আসে , আর তার দুই বেস্টি আসে তাদের নিজ নিজ গার্ল ফ্রেন্ডদের কোমর জড়িয়ে ধরে । কে কার গার্ল ফ্রেন্ডকে নিয়ে কি কি করল তার রসালো আলাপ করে হাবুল কাবুল মিলে । আবুল এসব আলোচনায় যোগ দিতে পারে না । কারণ তার কোন গার্ল ফ্রেন্ড নাই ।
রস করার সুযোগ ও নাই । মনে মনে আবুল একটা সিদ্ধান্ত নিয়েই ফেলে । একটা গার্ল ফ্রেন্ড জুটানো চাই ই চাই । নইলে মুখ দেখাতে পারবে না বন্ধুকুলে ।
যেই ভাবা সেই কাজ ।
আবুল গেলো এলাকার এক বড় ভাইয়ের কাছে । মেয়ে পটানোতে নাকি ওই বড় ভাই উস্তাদ । এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকেই নাকি উনি ডজনখানেক মেয়ে পটিয়ে বসে আছেন । গুরু মানুষ । মানতেই হবে ।
বড় ভাইয়ের কাছে ইতস্ত করতে করতে আবুল তার সমস্যার কথা বলেই ফেললো । মুচকি হেসে বড় ভাই বললেন
‘’ আরে মিয়া , এইডা কুনু ব্যাফার ? আমগো লগে কডা দিন সিটিং দ্যাও , দেখবা পাইলাইবা ‘’ ।
পরদিন বিকেলে আবুল গেলো বড় ভাইদের সাথে ‘সিটিং’ দিতে । বিকেল টাইম কারণ এই সময়ে মেয়েরা প্রাইভেট কলেজ শেষে বাড়ি ফিরে । মোড়ের চায়ের দোকানে বসে আবুল বড় ভাইয়ের নির্দেশ মতো মেয়েদের পটানোর প্রথম পর্ব মানে তাদের ডাকা শুরু করল ।
একটা করে মেয়ে যায় আর আবুল একটা করে উক্তি করে । এমন করে দুই দিন পার হয়ে গেলো । আবুল মেয়ের দেখা পায় না । একদিন বিকেলে আবুল বসে আছে । ইতিমধ্যে ডজন খানিক মেয়ে পার হয়েছে ।
হটাত আবুল দেখল এক বোরকা পড়া মেয়ে এগিয়ে আসছে । দ্রুত হাতে চুল ঠিক করে আবুল বড় ভাইয়ের শেখানো মন্ত্র আউড়ালো
‘’ বোরকা পড়া মেয়ে আমায় পাগল করেছে’’ । মন্ত্র আউড়ানোর সাথে সাথে আবুল তার একশন দেখল । মেয়েটি তার দিকে এগিয়ে আসছে । ।
মনে মনে আবুল গদগদ । মেয়েটি কাছে এসে আবুলের গালে তার হাতের স্পর্শ দিলো , মানে থাপ্পড় মারলো আরকি । বোরকা পড়া মেয়েটি আর কেউ না , তার ই ছোট বোন ।
রাস্তার মোড়ের আইডিয়া বাতিল । ঘরে আর কোন ইজ্জত ই রইল না আবুলের ।
এই ঘটনা তার ভার্সিটির বন্ধু মহলেও চাউর হয়েছে । টিটকারির পরিমাণ বাড়লো বৈকি ।
ক্যাফেটেরিয়ায় বসে বসে আবুল গরম কুত্তা চিবাচ্ছে আর ভাবছে , কি করা যায় । তখন ই আবুলের চোখে পড়লো ছেলেরা মেয়েদের গোলাপ ফুল দিচ্ছে । মেয়েরা হাসি মুখে তা নিচ্ছে ।
তারপর হাত ধরে বেড়িয়ে যাচ্ছে । দেরী না করে আবুল ও কয়েকটা গোলাপ ফুল কিনে দৌড়ে গেলো । এক মেয়েকে ফুল ধরিয়ে দিতে না দিতেই সেই ফুল আবুলের নাকে এসে পড়লো । তবে এতে তার নাক ফাটে নি । আজকে ছিল ভ্যালেন্টাইন ডে ।
একের পর এক মেয়েকে গোলাপ ফুল দিলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না । উলটো আবারো হাসির পাত্র হল ।
গোঁ ধরে আছে আবুল । আবলামি বন্ধ করে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করার কথা ভাবল আবুল । ফেসবুকে মেয়েদের সাথে ইটিশ পিটিশ শুরু করলো আবুল ।
এক মেয়েকে পেয়েও গেলো । গদগদ অবস্থা । আই লাভু জানুপাখি , টিয়াপাখি , কইতর , ময়নাপাখি আর চুমু সাইন দিয়ে একাকার । রাতের পর রাত ম্যাসেজিং । আবুল ভাবল , যাক ।
গতি এবার হয়েই গেলো একটা । এখন থেকে সেও গার্ল ফ্রেন্ডের কোমর জড়িয়ে ধরে ভার্সিটিতে যাবে । একদিন বলেই ফেললো , ‘ জানুপাখি , কবে করবে দেখা ও আমার প্রেয়সী ? ‘
উত্তর এলো , ‘ কারেন্ট গেছে আবুল । কথা হবে পরে’’
হাসু আপা দিয়াছেন কথা
দৈনিক লোডশেডিং হবে দুই ঘণ্টা ।
দুই ঘণ্টা পার হইল ।
প্রেয়সী আসে না । চার ঘণ্টা । তাও এলো না । আবুল ভয় পায় । কিছু হইল না তো তার জানুপাখির ? এক দিন , দুই দিন এমন করে একটি সপ্তাহ খবর নাই প্রেয়সীর ।
সে যে কেন এলো না , কিছু ভালো লাগে না । !!!!
গুনগুন করতে করতে আবুল বসে আছে । টিভি তে একটা তামিল ছিল । টিভির দিকে নজর পড়তেই তার বুকে ডিপডিপ শুরু হয় । দৌড়ে কুদে আবুল ফেসবুক অন করে ।
প্রেয়সীর প্রোফাইল পিকচার টা একদম ই ওই তামিল ছবির নায়িকার মত ।
হে খোদা , এই তো ফেইক আইডি । !
তৃতীয় বারের মত আবুল খুন্তির ছ্যাকা খাইলো । কলিজাটা ফাটে ফাটে পর্যায়ে । বন্ধুমহলেও কিভাবে যেন রটে গেছে , আবুল গে হয়ে গেছে ।
ছেলেদের জানুপাখি , প্র্যেয়সি বানিয়ে বেড়ায় । দুঃখে কষ্টে আবুলের প্রাণ উশঠাগত ।
মাসাধিককাল পর ।
ভার্সিটির গেটের সামনে দাঁড়ালো একটি গাড়ি । গাড়ি থেকে একটা ছেলে নামলো ।
দুই পাশে দুইটি মেয়ে। মেয়ে দুটোর কোমর জড়িয়ে ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে চত্বরে বসা দুইটি ছেলের দিকে । হাবুল আর কাবুল । গল্পে মশগুল দুইজন আগুন্তককে দেখে অবাক । এই তো আমাদের আবুল ।
আবুল দি গে ম্যান । দুই দুইটি মেয়ে নিয়ে করছেটা কি ?
মেয়ে দুটিকে রাতে দেখা করার কথা বলে বিদায় দিলো আবুল । বন্ধুদের কাছে গিয়ে ভুরু নাচিয়ে বলল , কিহে, কি রসালো আলাপ করছিস তোরা ? আমাকেও বল । আমিও জয়েন করি ‘’
কাবুল বলল , দোস্ত , কেমনে কি ? মাইয়া জুটালি কেমনে ?
হাবুল বলল , এতদিন এতো ট্রিক খেললি , কোন মেয়ে ঘুইরাও চায় নাই । আইজ দুইডা ? কাহিনী কি ?
আবুল মুচকি এসে বলল , হে হে হে ।
দোস্তরা , মেয়ে পটানি যন্ত্র আছে আমার কাছে । এই যন্ত্রের টানে সব মেয়েই চলে আসে ।
যন্ত্রটা ব্যাগ থেকে বের করে দেখালো আবুল । কালো মতন একটা জিনিস । হাবুল চেচিয়ে বলল , দোস্ত , এইডা তো একটা ক্যামেরা লাগে ।
আবুল গর্বের সাথে বলল , হ্যাঁ , এটা ক্যামেরা । জেনতেন ক্যামেরা না । ডিএসএলআর ক্যামেরা । আরও অনেক যন্ত্র আছে এর সাথে ।
হাবুল হা করে আছে ।
কোন মতে বলল , এই যন্ত্র দিয়া ই কি মেয়ে পটালি ?
আবুল বলে , চোখের সামনেই তো দেখলি , নাকি ?
পুরো ভার্সিটিতে রটে গেলো
আবুলের একটি মেয়ে পটানো যন্ত্র আছে ।
ABUL HAS A DSLR CAMERA .
প্রথম প্রকাশ - ( । । আবুলের মেয়ে পটানো যন্ত্র । ।
)
পুনশ্চঃ
পোস্টের আইডিয়া পেয়েছিলাম এক ব্লগার ভাইয়ের মন্তব্য থেকে । মাসাধিককাল পর ব্লগে এসে এটি দিয়েই সূচনা করলাম । ব্লগারের নাম টা মনে করতে পারছি না । উনাকে গায়েবী ধন্যবাদ ।
সর্বশেষ দুটি পোস্ট –
❒ ।
। বাঙালির বাসর রাত - প্রজন্ম থেকে প্রজন্ম । ।
❒। ।
” গর্ভনিরোধক খাপ” এবং আমেরিকান খাপের রেডিয়াম প্রযুক্তিতে বাঙালির সর্বনাশ । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।