আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের প্রথম ভালোবাসা......

Live with no excuses and love with no regrets ছোট্ট একটি মেয়ে একদিন তার বাবাকে বলল, বাবা জানো, আজকে আমার টিচার আমাকে জিজ্ঞেস করলেন, “তোমার বাবা কি করেন?” তুমি কি উত্তর দিয়েছো মামনি? আমি বলেছি, “আমার বাবা চকলেটের ফ্যাক্টরিতে কাজ করে। তাই অফিস থেকে ফিরবার সময় আমার জন্য অনেক চকলেট নিয়ে আসে। আমার বাবা আইস্ক্রিমের দোকানেও কাজ করে। কারণ আমি যখন যে ফ্লেভারের আইস্ক্রিম খেতে চাই, সেটাই এনে দেয়। আমার বাবার একটা পুতুলের দোকানও আছে। সেখান থেকে বাবা আমার জন্য টেডি বিয়ার নিয়ে আসে। বাবা আপনার মতো টিচারের কাজও করে। আর আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করে। আমার বাবা সারাদিন অনেক কষ্ট করে...” আমি ঠিক বলেছি না বাবা?? বাবা তার পুতুলটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন আর বলেন, “হ্যাঁ মামনি, ঠিক বলেছো।" - আমি আমার বাবা আর মা.. মেয়েরা যতই বড় হোক না কেন, সারাজীবন বাবার রাজকন্যা হয়েই থাকে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।