আমাদের কথা খুঁজে নিন

   

৭১রের পুনরুত্থান স্থানঃপাকিস্তানের বেলুচিস্তান সময়ঃ২০১২

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ৭১রের পুনরুত্থান স্থানঃ পাকিস্তানের বেলুচিস্তান সময়ঃ২০১২ হিংস্র জানোয়ার কসাই টিক্কাখানের বেলুচিস্তান আজ স্বাধীনতার দাবীতে রণাঙ্গনে বেলুচিস্তানের স্বাধীনতা এখন সময়ের দাবী। ৭১ এ পাকবাহিনী আমাদের দেশে যেই গনহত্যা চালিয়েছিল, নারী ধর্ষনের যেই বিশ্বরেকর্ড করেছিল, ঠিক একই কায়দায় বেলুচিস্তানেও তারা গনহত্যা চালাচ্ছে, নারী ধর্ষন চালাচ্ছে, স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের ধরে ধরে খুন করছে দিনে দুপুরে অথচ নির্লজ্জ বেহায়ার মত পাকমিডিয়া সেসব ধামাচাপা দিয়ে আসছে। যেমন দিয়েছিল ৭১রে । অজস্র সংখ্যালঘু হিন্দুদের হত্যা করা হচ্ছে। বেলুচিস্তানের মুক্তি সংগ্রামী মানুষের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা এবং বিপ্লবী অভিনন্দন। বাঙালী যেভাবে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, আপনারাও পারবেন। আমরা আপনাদের সাথেই আছি, কারণ আমরা আপনাদের যন্ত্রণা অনুভব করতে পারি। শুধু দুঃখের বিষয় আপনাদের একটা মুজিব নাই.........।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।