গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী কমিশন বৃদ্ধির দাবিতে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের আন্দোলন অব্যহত রয়েছে। রাজধানীর কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্নস্থানে মোবাইল ফোনের রিচার্জ ধর্মঘট চলছে। মোবাইল ফোনের রিচার্জের কমিশন ২ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার দাবিতে আন্দোলন করছেন মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীরা।
কমিশন বৃদ্ধির দাবিতে রোববার প্রেসক্লাবের সামনে টেলিচার্জ ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন করেন মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের একটি অংশ। ঐক্য পরিষদের আহ্বায়ক নুরুল হুদা বলেন, রিচার্জ কমিশন হাজারে একশ টাকা করা, অনাকাক্ষিত নম্বরে টাকা গেলে ফেরত দেওয়া, ডিলার কর্তৃক অবৈধ সিম মেলা বন্ধ করা, যত্রতত্র রিচার্জ সিম বিক্রি বন্ধ করতে হবে।
মানবন্ধনে বক্তৃতা করেন পরিষদ নেতা জাকির হোসেন, মোহাম্মদ লিটন প্রমুখ।
বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের ব্যানারে মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের আরেকটি অংশ কর্মবিরতি পালন করেন। মিরপুরে সভায় অবিলম্বে দাবি মেনে নিতে মোবাইল অপারেটরগুলোর প্রতি আহ্বান জানান এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু।
তবে রোববার রাজধানীর বিভিল্পু এলাকায় রিচার্জ ব্যবসায়ীদের ধর্মঘটে গ্রাহকের ভোগান্তি লক্ষ্য করা গেছে। পোষ্ট পেইড গ্রাহকদের জন্যে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা না হলেও প্রিপেইড গ্রাহকরাই সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন।
বিভিন্ন দোকানে দোকানে ঘুরেও অনেকে ব্যালান্স রিচার্জ করতে পারেনি। আবার এই সুযোগে কোনো কোনো ব্যবসায়ী বেশী দামে রিচার্জ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম বিল্লাহ জানান, মোবাইল ফোনে রিচার্জ করার জন্যে তাকে কারওয়ান বাজার পর্যন্ত আসতে হয়েছে। তিনি বলেন, স্বাভাবিকভাবে এই পথে শতশত রিচার্জ ব্যবসায়ীকে পাওয়া যায়। কিন্তু রোববার একজনকেও পাননি তিনি।
তবে গ্রাহকদের এই ভোগান্তির জন্যে দুঃখ প্রকাশ করেছেন মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু। এদিকে দেশব্যপী এই আন্দোলনকে ছড়িয়ে দিতে তারা সকল রিচার্জ ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
পাবনায় মানববন্ধন:
পাবনায় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করেছে পাবনা ফোন ফ্যাক্স মালিক সমিতি। সংগঠনের সভাপতি সুলতান মাহমদু জানান, মানববন্ধনের পর তারা ডিসি অফিস, চেম্বার অব কমার্স এবং সব মোবাইল ফোন অপারেটরের স্থানীয় অফিসে স্মারকলিপি দেন তারা।
রাজশাহী অফিস জানিয়েছে, রোববার মহানগর ফ্লেক্সিলোড ব্যবসায়ীরা আলু পট্টি গ্রামীণফোন সেন্টারের সামনে এবং চার উপজেলা পুঠিয়া, দূর্গাপুর, চারঘাট ও বাঘার ব্যবসায়ীরা বানেশ্বর মোড়ে মানববন্ধন করেছে।
আন্দোলন বিষয়ে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মোবাইল ফোন লোড ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। এদিকে গত কয়েক দিনের এই আন্দোলন-ধর্মঘট বিষয়ে গতকাল পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কোনো কর্মকর্তা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।