আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাকুলার রক্তপান ...

মলিন চেহারার আর জীর্ণ পোশাকের এই নিরুপায় মানুষগুলো জন্ম মাত্রই ভাগ্য বিড়ম্ভিত। দারিদ্রতার ভয়াল ছোবল ওদের রাস্তায় নামায়, নামায় আমাদের মত সমাজের ভদ্র মানুষগুলোর উপরে উঠিবার সিড়ির নিচের অন্ধকার কোন কুঠুরীতে। স্বপ্নের ধরনীটা গড়ার জন্য প্রতিনিয়ত ওদের ঠেলে দেই অন্ধকার কোন মৃত্যুকূপে। প্রকৃতি ও অবহেলা আর ঘৃনা ভরা দৃষ্টিতে ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আবার কখনো কখনো এই প্রকৃতিই প্রতিজ্ঞাবদ্ধ হয় ধরনী থেকে ওদের সরিয়ে দেবার নির্মম প্রয়াশে।

মেকাপ করা এই আমরা ওদের পাশে হাসিমুখে দাড়িয়ে করি নিজের ক্যারিয়ারের চাকা সচল,ওরা থেকে যায় নিঃস্ব। ওদের চোখের বর্ণহীন পানি ও শরীরের ভেতর প্রবাহমান রক্ত বিকিয়ে আমরা গড়ি নিজেদের মজবুত ইমারত, ওরা থেকে যায় নিঃস্ব। ওদের পবিত্র হাতের পেশীর চালনায় আর নিষ্পাপ চামড়ার স্বর্গীয় ছোঁয়ায় প্রস্তুতকৃত পোশাকে আমরা নিজেকে প্রকাশ করি ফ্যাশন সচেতন বিশ্ব নাগরিক হিসেবে কিংবা কখনো কখনো অর্ধ উলঙ্গ পোশাকের সুপার মডেল, ওরা থেকে যায় নিঃস্ব। আবার কখনো কখনো ওদের নিঃস্ব রেখে আমাদের লালসার জ্বিহবা প্রশমিত হয় না। তখন ভদ্রবেশী এই আমাদের ভিতরের ড্রাকুলা নামের জানোয়ারটা বেরিয়ে আসে ওদের রক্ত পানের জন্য।

ওরা রক্তাত্ত হয়, ওরা আর্তনাদ করে,ওরা অভিমান ও ক্ষোভে এই ধরনী থেকে চলে যায় আর আমরা তখনো বসে বসে ছক আকিঁ আগামীর সম্ভাবনার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।