ছবি নেই ইরানের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ড. ইসমাইল সালামি বলেছেন, কানাডা হচ্ছে 'মানবাধিকার রক্ষার কসাইখানা'। দেশটির মানবাধিকার রেকর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, অটোয়া বিশেষ করে নারী ও শিশুদের অধিকার লংঘনের ক্ষেত্রে বিরাট দায়-দায়িত্ব বহন করে। ড. ইসমাইল সালামি এক নিবন্ধে এসব মন্তব্য করেছেন। তার ওই নিবন্ধ ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, দীর্ঘদিন ধরে বিশেষ করে আদিবাসি নারী ও শিশুদের মৌলিক অধিকার লংঘনের বিষয়ে কানাডা ভয়াবহ রেকর্ড তৈরি করেছে। কানাডা স্বীকার করেছে যে, দেড় লাখ আদিবাসি শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে যেখানে তারা ভয়াবহ আকারে মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। আদিবাসিদের মূলস্রোতে একীভূত করে নেয়ার বিষয়ে কানাডা যে দাবি করে আসছে তাকে তা ডাহা মিথ্যা উল্লেখ করে ড. সালামি বলেন, নির্যাতনের শিকার হয়ে এসব আদিবাসি শিশু ভগ্ন মন নিয়ে স্কুল থেকে চলে যেতে বাধ্য হয়েছে। ইরানের এ বিশ্লেষক বলেন, যেসব শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে তাদের বেশিরভাগেরই বয়স ছয় থেকে ১৬ বছর এবং এদের কেউ কেউ বহুবার যৌন হয়রানির শিকার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।