ইহা কঠোরভাবে একটি রাজনীতি মুক্ত ব্লগ । ।
'কাউকে যদি ফকির করতে চাও তবে হয় তার কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার করে অল্প অল্প করে ফেরত দাও নতুবা তাকে ধরে ফুসলিয়ে বিয়ে দিয়ে দাও' - জানিনা এই বানীর প্রবক্তা কে শুধু জানি এটা হল লোক প্রবাদ। আর এই লোকপ্রবাদ হাড়ে হাড়ে উপলব্ধি করলাম সম্প্রতি।
প্রথমত, কয়েকজন খুব কাছের মানুষকে টাকা ধার দিলাম, কিন্তু ফের দেবার ক্ষেত্রে কেউ কথা রাখেনি।
খুব কাছের বন্ধুও ফোন দিলে ফোন ধরে না, আড্ডা দেবার জন্য ডাকলেও মনে করে টাকার জন্য ফোন দিয়েছি। জরুরি প্রয়োজনে নিজের টাকা নিজের কাছে না থাকা বিষয়টা কষ্টের না, অন্য কিছু হয়তোবা চরম বিরক্তিকর। এই বিরক্তির মাত্রা বাড়তে থাকে যখন অল্প অল্প করে টাকাটা ফেরত আসতে থাকে। এখন বুঝি, লোক প্রবাদটা মিথ্যা না, মানুষের জীবন থেকেই নেওয়া। বড় মানসিক কষ্টে আছি।
টাকার জন্য না, মানুষের নৈতিকতার চরম অধঃপতন দেখে।
দ্বিতীয়ত, দেখলাম আমার এক চাচাত ভাই লোকের বুদ্ধিতে বিয়ে করছে যার ফলাফলটা দূঃখজনক ভাবে লোক প্রবাদের দ্বিতীয় অংশকে তীব্রভাবে প্রমানের লক্ষ্যে শুধু তারঊপর দিয়ে নয় তাদের পুরা পরিবারের উপর দিয়ে টর্ণেডোর মত মাতম তুলে গেছে। বহুপ্রেমিকের অধিকারীণি বঊ এর নারী নির্যাতন মামলার ভয়ে সবাই তটস্থ হয়ে আছে। এই প্রবাদ চরম ভাবে বিশ্বাস কারী সেই বুদ্ধিদাতা মানুষগুলো এখন জয়ের পতাকা হাতে বিজয়ের হাসি হাসছে। বড় মানসিক কষ্টে আছি, আমার ভাইয়ের জন্য না, সামাজিক অবক্ষয় এর ভয়াবহ রুপ দেখে, আইনের কানুনের অসুস্থ প্রয়োগ দেখে।
তার পরেও আশা বেধে রাখি, স্বপ্ন দেখতে থাকি- মানুষের বোধদয় হবে, হবে নৈতিকতার উন্নয়ন সাথে সাথে সমাজে তার ব্যাপক প্রভাব পড়বে, পরিবর্তন আসবেই-আসবে আমাদেরই হাত ধরে।
(বিঃদ্রঃ ছবি সুত্র-গুগল) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।