আমাদের কথা খুঁজে নিন

   

উপজাতির প্রতি ঘৃনার আরেক ধাপ

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility উপজাতিকে ঘৃনা করার কোন কারন দেখছি না । না তারা কোন অর্থে আদিবাসী । মূল ব্যাপারটা ভিন্ন । আমার বন্ধু , বলা যেতে পারে ল্যাংটা কালের দুস্ত সে তার চির চেনা মোবাইল রিপেয়ার সেন্টার ব্যবসা তার ভাইদের বুঝিয়ে দিয়ে ভিন্ন ধরনের ব্যবসার সুরতহালে পার্বত্য অঞ্চলে যায় । আগর গাছ থেকে নির্জাস বাহির করে একে বিক্রী করার চিন্তা তার ।

খুব লাভ জনক না কিন্তু খারাপ না । এই উদ্দেশ্যে সে খাগড়াছড়ি আর রাঙ্গামাটি যায় । পুরো ঘটনাটা শুনতে পারি নাই কিছু কথা শুনেই মাথা ঝিম ঝিম করেছে । পাবর্ত্য অঞ্চলে পাহাড়ী তথা উপজাতিদের সশস্ত্র ৩টি গ্রুপ আছে ১.গ্রুপ যার নাম খুবই কিম্ভুত মনে রাখতে পারি নাই আর একটি গ্রুপ ২.নবায়ন ৩.শান্তি বাহিনী ! প্রথম দুইটি গ্রুপ নীতিগত কারনে ভিন্ন কিন্তু তারা বাংলাদেশের সাথে সু সম্পর্ক রাখতে চায় অন্য কথা শান্তি চুক্তির পক্ষে শক্তি । আর ৩ নম্বর গ্রুপ হল ডেডলী গ্রুপ যা ভিন্ন পাব্যর্ত দেশ এর স্বপ্ন দেখে ।

তার শান্তি চুক্তির বিপক্ষে । আমি জানি বাঙালীদের এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও পাবর্ত্য অঞ্চলের স্থানীয় উপাজতি প্রশাসন থেকে ওয়ার্ক পারমিট নবায়ন করতে হয় ! এর জন্য ফি দিতে হয় । কিন্তু উপজাতিকে ঢাকা বা অন্য কোন অঞ্চলে বাংলাদেশে আলাদা কোন পারমিট নিতে হয় না । এ ধরনের নিয়ম নীতি আছে কিনা তাদের জন্য আমারা জানা নেই । থাকলে জানাতে পারেন ।

আর উপুর্যপুরী তাদের জন্য কোটা রয়েছে যে কোন কাজে !!! আমার আক্রোশ মোটেও কোটার প্রতি না । কোটা প্রথা বাংলার রক্তে রক্তে মুক্তিযোদ্ধা থেকে নাতি নাতনী কোটা , হেন কোটা তেন কোটা ইত্যাদি । মূল হল আমার বন্ধু সেখানে শান্তি চুক্তির পক্ষের দল ২ টিকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা চাদাঁ দিয়েছে । তার ব্যবসা ঠিকমত করার জন্য আর তার জানের নিরাপত্তা দেওয়ার জন্য ! এটা কি রকম বিচার ? সে চেষ্টা করেছিল লাইসেন্স করে ব্যবসা করবে কিন্তু তারা তাও করতে দিবে না !!! সে অঞ্চলে জান নিয়ে ব্যবসা করতে হলে অবশ্যই চাদাঁ দিতে হবে !?? তাকে আমি আর্মির কথা বললে সে বলল আর্মি অনেক আগেই ইন্তেকাল ফরমাইছে । মানে নামকে ওয়াস্তে আর্মি ক্যান্টনমেন্ট আছে , শুধু ঝামেলা কমপ্লিট হলে পুলিশের মত গিয়ে হাজির হয় ! মানে দাঙ্গা হলে তা হওয়ার পর তা কমপ্লিট করার জন্য থামাতে যায় ! এর আগে যা করার করে নেয় ! আর বড় কথা দুস্ত কে একটা কার্ড দিয়েছে !!! পার্বত্য কার্ড তাও দুই ২ সশস্ত্র বাহিনীর যৌথ সিল দেওয়া ! এটা সরকারী ভাবে না !!!! এটা যদি একটা স্বাধীন দেশের নমুনা ।

তাহলে আমারও দাবী ঢাকা শহরের সব উপজাতি চাকমু মুরং যা আছে তাদের বিরুদ্ধে একই পদ্ধতি অনুসরন করা । কেউ কেউ মনে করতে পারেন আমি তাদের প্রতি প্রতিহিংসা মূলক আচরন করছি । কিন্তু এই ঘটনা শুনা পর্যন্ত আমি স্থির থাকতে পারি নাই । পুরো ঘটনা লিখতে পারি নাই , মাথা ঘুরছিল । কুকুর করবে কুকুরের আচরন কিন্তু প্রতিবাদ না করলে কুকুরই কিন্তু ব্যঘ্র হলে বেশি দিন সময় নিবে না ! পাহাড়ীদেরও পুশব্যাক করা উচিত মায়ানমার এর দিকে কিংবা ভারতে ।

বুঝবে কতধানে কত চাল । তারা ফ্রি বিজনেস জব করতে পারছে শহরে শহরে আর বাঙালীরা সেখানে গেলে কি ৩য় শ্রেনী হয়ে কাজ করবে নাকি ? মানুষ যেহেতু সবাই সমান সুতরাং তাই হওয়া উচিত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।