আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোনের বাজারদর আপডেটঃ জুন (১ম পর্বঃ সিম্ফনি এন্ড্রয়েড)

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এখন বাজারে সাশ্রয়ী বাজেটের দেশীয় ব্র্যান্ডের এন্ড্রয়েডগুলোর মধ্যে সিম্ফনিই সবথেকে বেশি অপশন দিচ্ছে। এবং গত কয়েক মাসে সিম্ফনি এন্ড্রয়েডগুলোর দাম তেমন পরিবর্তিত হয়নি।

তবে অচিরেই কিছুটা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আসুন এই পর্বে দেখে নিন দেশীয় ব্র্যান্ড সিম্ফনির এন্ড্রয়েড সেটগুলোর এই মুহূর্তের দামদর। এক্সপ্লোরার ডব্লিউ১২- ৪,৩৫০টাকা এক্সপ্লোরার ডব্লিউ১৫- ৪,৫৯০টাকা এক্সপ্লোরার ডব্লিউ২০- ৫,১৫০টাকা এক্সপ্লোরার ডব্লিউ৩০- ৬,২২৫টাকা এক্সপ্লোরার ডব্লিউ৩৫- ৬,২৯০টাকা এক্সপ্লোরার ডব্লিউ৬০-৮,৩৯০টাকা এক্সপ্লোরার ডব্লিউ৭০- ৯,৮২৫টাকা এক্সপ্লোরার ডব্লিউ৮০-১১,১৯০টাকা এক্সপ্লোরার ডব্লিউ৯০-১১,৯৯০টাকা এক্সপ্লোরার ডব্লিউ১২৫-১৪,৯৯০টাকা *সকল হ্যান্ডসেটের সাথে এক বছরের ওয়ারেন্টি দিবে সিম্ফনি। *সময়ের সাথে দাম পরিবর্তিত হতে পারে। এ ব্যাপারে যেকোনো মতামত দিন এখানে।

এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। এছাড়া ভালোলাগা জানাতে ভুলবেন না, ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.