চল যাই..এগিয়ে চলি আপন শক্তিতে ব্যাপক হাসির ভিতর আছি ভাই , দেখিয়া যদি হাসি পায় তো দেখুন ।
কারো ভাল না লাগিলে নিজ দায়িত্বে দেখুন , আর হাসি পাইলে আমারে ধইন্না দিয়া যান.। .। .। ।
অঃ টঃ জানিনা অনন্ত কে নিয়ে কার দৃষ্টিভঙ্গি কেমন ? কিন্তু আমার কথা হল, আমাদের দেশের চলচিত্র শিল্পের অবস্থা এখন একদম ই ভঙ্গুর । আর সেই মরা শিল্পেই সে তার টাকা দিয়ে মুভি বানাচ্চে,আমাদের জন্নে। সেই একমাত্র নায়ক যে গত ১০ বছর এর ভিতর বাণিজ্যিক ছিনেমা বানিয়েও হাউসফুল হল করতে পারসে । দয়া করি যেন তার হাত ধরে বাংলা ছায়াছবির সুদিন ফিরে আসে ।
আর জলিল কে নিয়ে ফান করা টা অনেকেরই পছন্দ নাহ ।
তাদের বলি, হলিউড এর চাক নরিস ,বলিউড এর রজনীকান্ত , কিংবা গোবিন্দ তাদের নিয়ে ও তাদের দেশ এর লোকজন মজা করে । চাক নরিস কেই দেখুন তাকে নিয়ে করা ফান এর কারনেই সে বিখ্যাত । আমরাও আমাদের অনন্ত - দি জলিল কে নিয়ে এভাবেই ফান করব । কারন অদের হয়ত নরিস কিংবা রজনি আছে , আর আমাদের আছে অনন্ত - দি জলিল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।