আমার এক নিকট আত্মীয়ার ডিভোর্স হয়া গেসে গত বছর । এর পর উনি আবার বিয়া করেছেন পরিবারের চাপে কিন্তু পাসপোর্ট এ আগের স্বামীর নাম রয়ে গেসে। উনি চাকরি করেন তাই সময়ের অভাবে তা পরিবর্তন করেত পারে নাই। উনি এখন খুবে অসুস্থ, ২ টা কিডনি ৯৬% নষ্ট হয়া গেসে। এখন ইন্দিয়াতে দেখাতে চায় কারন দেশে ভরশা পাচ্ছেন না। ভারতে দেখাতে চাচ্ছেন ভেলরে! অসুস্থ মানুশ তাই আম্রাও কিছু বলতে পারছি না! ভারতের ভিসা আবেদনের সময় কি আগের স্বামীর নাম লিখবেন যা পাসপোর্টে আছে নাকি বরতমান স্বামীর নাম লখবেন? ইমিগ্রেশিওন কি কি ঝামেলা করতে পারে? ভিসা কি পাবেন উনি? অনার বর্তমান স্বামী জাবেন ওনার সাথে! ভাই বোনেরা অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন দয়া করে। ভাই এইটা খুবি ইমারজেন্সি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।