I am Bangladesh supporter বাংলাদেশ নামক গাছে জন্মেছে কমল সেই গাছের জন্যই সে দিয়েছে জীবন কারণ অন্যান্য সন্তানের চেয়ে সে বেশী আপন তাই আজ সেই গাছে জন্মাচ্ছে হাজারো কমল দেশের যত কবি আছে তোমাকে নিয়ে কবিতা লেখে দেশের যত শিশু রয়েছে তোমারই ছবি আঁকে সারাবিশ্বের যত ভালবাসা তোমার হৃদয়ে আছে সবাই ঢোল বাজিয়ে, গান গেয়ে হাত-পা তুলে নাচে দেশপ্রেমের অপর নাম জিয়া ভালবাসার অপর নাম জিয়া আমার জীবনের অপর নাম জিয়া জাতীয়তাবাদের অপর নাম জিয়া বাংলার আকাশে যে চাঁদ দেখা যায় তাঁরা দেখা যায় সূর্য দেখা যায় সবকিছুতেই তোমার নাম আল্লাহ তোমায় বেহেস্ত নসিব করুক কবরের আজাব থেকে রক্ষা করুক এই দোয়া সকল বাংলাদেশীদের পক্ষ থেকে যারা ভালবাসে তোমাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।