আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু-নাসির শ্রাবণ

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়। বন্ধু তুমি ও কি তবে চলে যাবে দূরে ও হৃদয়ের কধম ফুল চুপটি মেরে গুমোট অন্ধকার মুখে আর বসা নয় বন্ধু তুমি আসবে আমার কাব্য গানে। বৃষ্টির বন্দনায় নাচব কার সাথে বল আমি কি যাব তোর সাথে-তাই ভিজছি চোখের বৃষ্টিতে! বন্ধু তুই কি আর থাকবি না এখানে নিবিড় বন্ধনে ছবির হাট,টিএসসি,শিল্পকলা ঘুরে বেড়াবো না আর? শুধু একবার ফিরে আয়,দোহাই তোর দেখে যা জ্বলে এথায় আধাঁর ঘরের প্রদীপ তোর নামে। হৃদয়ের আকুল আকাঙ্ক্ষী আজ হৃদয়ি জানে না আমি যে স্রোত শুধু হারাতে চাই তোর মোহনায় ভুলে ও কি একবার আমাকে ভালোবাসা যায় না যা কিছু চাই কিছু কি তার পাই বন্ধু!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।