আমি সহজ সরল মানুষ তাই সরলতাকে ভালোবাসি। ✔ রামুর ঘটনা নিয়ে তথাকথিত অসাম্প্রদায়িক বামপন্হী ও সুশীল সমাজ সেই সাথে এক শ্রেণীর মিডিয়ার বাড়াবাড়ি ও মায়াকান্না দেখে হতবাক হই সেই সাথে করুণা হয়। কী অতীব অদ্ভুত অসংগতি ও তাদের বিবেক! এই সেদিন যখন প্রিয় রাসূল [সাঃ] কে নিয়ে অবমাননা ঘটলো তখন এই এরাই চুপটি মেরে ছিল। রা শব্দটি বেরোয়নি। আর আজ তাদের সে কী পেরেশানি!! নিজের ধর্মের সাথে এমন বেঈমানিসুলভ আচরণ দূর্ভাগ্যজনক হলেও সত্যি কেবল মুসলিমদের মাঝেই দেখা মিলে।। পোড়া কপাল আমাদের। ধিক। ✣
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।