আমাদের কথা খুঁজে নিন

   

আমি ডিছিশন নিয়ে ফেলছি, ছো তুমি ওয়েট করো। আমি আসবই।

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। আমিতো পাগল, আমার পরিচিত অনেকেই আমাকে চিনে না। মাঝে মাঝে বলি আমি জোঁক আর মাঝে মাঝে হিট মিসাইল। জোঁক বলার পিছনে আমার একটা কাহিনী ও আছে, যে কাজ কেও করতে চায় না, তা করার প্রতি আমার ছোট্ট বেলা থেকেই বেশি আগ্রহ, কারণ হচ্ছে মানুষ কেন করবে না? তা বের করার আকাঙ্ক্ষা। কোরবানির ঈদের সময়, গরুর ভূরিটা পরিষ্কার করা অবশ্যই খুব একটা আনন্দের কাজ না, পরিক্ষিত সত্য, দেখতাম কেও করতে চাইতো না, তাই আমি আমার চাচাকে সাহায্য করতাম এই কর্মে , তাও আবার পুকুরে নেমে।

আমি আর আমার চাচা হাঁটু পানিতে, আর আমাদের আশে পাশে ছোড়ানছিটানো গরুর ভুরির বিভিন্ন পার্টস। ডাইরেক্ট এক্সপিরিয়েঞ্চে যাই, কারণ অলরেডি অনেকেই গন্ধ পাচ্ছে। :p আমার হাটুর কাছে একটা জোঁক ধরছিল, আমি প্রথমে বুঝি নাই। পরে টের পেলাম, আমরা যখন ওই কাজ করি, তখন আবার আব্বু পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর ইন্সট্রাকশন দেন। আব্বু আগেই দেখছিলেন, আমারে জোঁকে খাইতেছে, কিচ্ছু কন নাই।

আমার দৃষ্টিগোচর হয়ার সাথে সাথে আমার পাগলামি দেখে কে? চিল্লাপাল্লা শুরু করলাম, কিন্তু সাহস করে হাঁটুর ওই জায়গায় হাত দেয়ার সাহস পাইলাম না। আব্বু ঠিক যেমন করে আমার প্রথম সাতারের সময় আমাকে ম্যানেজ করছিলেন তেমনি ইশারাতে আমাকে ঠাণ্ডা করলেন। প্রথম সাতারের কথা আরেক দিন। আমি ভঁয়ে কাঁপতেছি, পাড়ে দারায়া আব্বু আর আমার পাশে চাচা ২জনই হাঁসতেছিলেন। দাদু ও তখন চিল্লাপাল্লা শুইনা এসে পরলেন পুকুর পাড়ে।

আব্বু হাঁসি থামিয়ে প্রথম যে কথাটা বলছিলেন তা হচ্ছে। তুই একটা ছেলে। এই ভাবে কেও চিল্লায়? দাদু আব্বুর সাথে রাগারাগি করতে লাগলেন, কেন আমাকে জোঁক মুক্তি দেয়া হচ্ছে না। যাই হোক এর পরের কথা গুলো এমনঃ "মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষের উচিৎ অন্য প্রাণীর কাচ থেকে শিক্ষা নেয়া, কারণ মানুষের ভেতর সেই গুন গুলা সৃষ্টিকর্তা দিয়েই পাঠাইছেন। শুধু মানুষকে তা দেখে উপলব্ধি করতে হয়।

জোঁক এমনই এক প্রাণী, সে যদি রক্তের জন্য কাওকে ধরে, সে ২ সময়ে ছাড়বে। ১। তার পেট ভরে গেলে ২। তাকে মেরে ফেল্লে। আর মানুষেরও এমনই হওয়া উচিৎ।

" আব্বু টেনে তুল্লেন পুকুর থেকে এর পর কাঁঠাল পাতা দিয়ে টেনে জোঁকটাকে সরালেন। কোন কাজ শুরু করার আগে ভেবে নিবি এইটা তোর কাজ কিনা, আর তোকে দিয়ে হবে কিনা। পরে ভাবার সময় কোথায়? কারণ পরে তোর ভাবনা থাকবে একটাই "এইটা কিভাবে শেষ হবে। " হলে জোঁকের মতো হবি, আমি হয়েও গেছি। ডিছিশন নিছি মাইলাইনে করে মিরপুর যাবো, তো যাবই, ২ঘন্টা ধরে না আসলেও যাবই, যখন আসবে তখনই যাবো।

ডিছিশন নিছি কাঠ ফাটা রোঁদে ২৫ রোজার দুপুরে শাহবাগ থেকে মিরপুর হেঁটে আসবো, আমি আসবই। নয়তো রাস্তায় মরে যাবো। আমি মানুষটাই এমন। আমি ডিছিশন নিয়ে ফেলছি, ছো তুমি ওয়েট করো। আমি আসবই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.