ভাতের মজা কিছুতেই পাই না। বাসার পাশে একটা খাল। বৃষ্টির পানি আর ময়লা পানি বয়ে যাওয়ার জন্য। খালের পরেই পায়ে হাটা মেঠো পথ। সোজা চলে গেছে গ্রামে।
গ্রামের পরেই ছোট্ট একটা নদী। ছোটবেলা থেকে শুনে আসছি নদীটির নাম 'মরা গাং'। কিন্তু কে কবে এবং কেনই বা নদীটিকে মেরে ফেলল তার সঠিক ইতিহাস আজও জানতে পারিনি। বাঁচা মরার প্রশ্নে খুব জানতে ইচ্ছে করে নদীরও কি জীবন মরণ আছে? পানির অপর নাম শুনেছি জীবন।
মেঠো পথ ধরে প্রচুর লোকজন আসা যাওয়া করে।
সকাল সন্ধ্যা অবিরাম। রাজিন জানালার গ্রিল ধরে ঝুলে থাকে আর মানুষ গুনে। নতুন গুনতে শিখেছে। এক ডুই টিন টার পাস চয় সাট ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।