তোমার আমার ঠিকানা,পদ্মা-মেঘনা-যমুনা বাংলাদেশে ৬৫৬প্রজাতির পাখির ছবি তোলা সম্ভব হয়েছে এবং অনুমান করা হয় যে একদা বাংলাদেশে ৮০০ প্রজাতির পাখি ছিল। আবাবিল এশীয় নীলপরী এশীয় শামুকখোল কমলা দামা কবুতর কমলাপেট পাতা বুলবুলি কাঠময়ূর কালাগলা মানিকজোড় কালাপাশ চুটকি কালিবক কানা কোনা কালো গুন্দ্রী কালো তিতির কালো ফিঙে কালো মথুরা কালো হাঁস কালোমাথা টিয়া কালো টুপি মাছরাঙ্গা কুড়া কেশরাজ কোকিল কুটুম পাখি খয়েরি হাঁড়িচাচা খয়েরিমাথা শুমচা খুঁড়ুলে পেঁচা খঞ্জনা পাখি গয়ার গোলাপি শির ঘুঘু ঘরকোনা পাখি চড়ুই চখাচখি চিনা বটেরা পুরুষ স্ত্রী ছোট সাহেলি ছোট নটবটের জলার তিতির জিরিয়া বা গিরিয়া হাঁস টুনটুনি দেশী টিয়া ডাহুক ডুবুরি (পাখি) ঢেউর পাখি দাঁড় কাক দাগি ঘাসপাখি দাগি রাজহাঁস দাগি নাটাবটের দেশি কানিবক দেশি গাঙচষা দেশি নীলকান্ত দেশী মেটে হাঁস দেশি শুমচা দেশী রাঙ্গাচ্যাগা দোয়েল পাখি ধলা মানিকজোড় ধলাগলা লেজনাচানি ধূসর কাঠঠোকরা নীল শুমচা স্ত্রী পুরুষ নীলটুনি নীল ময়ুর নীলডানা পাতা বুলবুলি নীলকন্ঠ পাহাড়ি বাজ পুরুষ স্ত্রী পাকড়া ঝাড়ফিদ্দা পাতাঠুঁটি ধনেশ পাতি সবুজতাউরা পাতি ভূতি হাস পাতি সরালী পাহাড়ি বাঁশবনের তিতির প্যারা শুমচা পানকোড়ি ফটিকজল ফিঙ্গে ফুলুরী হাঁস ফিতা ওয়ালা কাঠঠোকরা বউ কথা কও বক বড় বসন্ত বৌরি বড় কাঠঠোকরা বাদি হাঁস বাবুই বালু নাকুটি বন কাঠ কুড়ালী বনমোরগ বাসন্তী লটকনটিয়া বাংলা কাঠঠোকরা বর্মী কাঠঠোকরা বৈকাল তিলি হাঁস ভুবন চিল মোহনচূড়া মদনটাক ময়না মান্দারিন হাঁস মারভেল হাঁস মরচে রং ভূতি হাঁস পুরুষ স্ত্রী মেটেচাঁদি চড়ুইভরত মেঠো কাঠঠোকরা মেছো ঈগল রাঙাচাগা ফেম মৌটুসী লক্ষ্মীপেঁচা লাল ঘুঘু লালবুক গুরগুরি লালবুক কাঠকুড়ালী লালবুক ডুবুরি হাঁস লালবুক রাজহাস লাল শির হরিয়াল ভাত শালিক শঙ্খ চিল শাহ চখা শাহ-বুলবুল শকুন শুটি রাজহাস সবুজ ঘুঘু সবুজ বাঁশপাতি সবুজ ময়ূর সাদা-ভুরু খঞ্জন সাদাচিবুক তিতির সিপাহি বুলবুল সোনালি-কপাল পাতা বুলবুলি স্মিউ হাঁস সরু ঠোট রাজহাস হলদে চাঁদি কাঠকুড়ালী হলদে পাখি হাড়গিলা হুতম পেঁচা হলদে পা নটবটর তথ্য সূএঃইন্টারনেট আপনারা মতামত ও পরামর্শ দিয়ে এই পোষ্টটিকে আরও তথ্য সমৃদ্ধ করে তুলুন।আর আসুন বাংলাদেশের পক্ষীকুল রক্ষায় আমরা সবাই সচেতন হই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।